মোঃএমদাদুল হক মিলন
নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া রাজধানীর এভারকেয়ার হাসপাতালে পৌঁছেছেন। বুধবার (১৫ অক্টোবর) দিবাগত রাত ১২টা ২০ মিনিটে তিনি হাসপাতালে পৌঁছান।
এর আগে বুধবার রাত ১১টা ৪০ মিনিটে হাসপাতালের উদ্দেশে গুলশানের বাসা থেকে রওনা দেন। এতথ্য নিশ্চিত করেন বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।
বিএনপি চেয়ারপারসনের ব্যক্তিগত চিকিৎসক ও দলের স্থায়ী কমিটি সদস্য অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেনের বরাতে তিনি এ তথ্য জানান।
সর্বশেষ গত ২৮ আগস্ট স্বাস্থ্য পরীক্ষার জন্য গিয়েছিলেন বেগম খালেদা জিয়া।