স্মার্ট কাউখালী গড়বো — এম.পি মহিউদ্দিন মহারাজ

কাউখালি প্রতিনিধি।

পিরোজপুরের কাউখালীতে ১৯ শে জুন(বুধবার) দুপুরে উপজেলা পরিষদের আয়োজনে ষষ্ঠ উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যানদের বরণ এবং শপথ পরবর্তী প্রথম সভায় প্রধান অতিথির বক্তব্যের এক পর্যায়ে বলেন,স্মার্ট কাউখালী গড়বো”।

এম.পি মহিউদ্দিন মহারাজ বলেন, আধুনিক কাউখালী গড়ার লক্ষ্যে ও সৌন্দর্য বৃদ্ধির জন্য কাউখালীর বাসির জন্য বাস ষ্ট্যান্ড,টেম্পু স্ট্যান্ড সহ বিভিন্ন জায়গায় ফোয়ারা এবং স্ট্রীট লাইট নির্মানেরও প্রতিশ্রুতি দেন। রাস্তা ঘাটের উন্নয়ন ও উপজেলাবাসীর সুপেয় পানির জন্য গভীর নলকুপ স্থাপনের জন্য পর্যাপ্ত বরাদ্দের ব্যবস্থা করা। তিনি আরও বলেন,কাউখালীকে আধুনিকায়ন করতে হলে পৌরসভার কোন বিকল্প নেই। তাই তিনি কাউখালী উপজেলাকে পৌরসভা করার জন্য সকলের সহযোগিতা কামনা করেন।

উপজেলা হলরুমে অনুষ্ঠিত পরিষদের নব নির্বাচিত চেয়ারম্যান মোঃ আবু সাঈদ মিঞা মনুর সভাপতিত্বে এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা স্বজল মোল্লার পরিচালনায় অনুষ্ঠানটিতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট এ.কে.এম আব্দুস শহীদ, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ মনিরুজ্জামান তালুকদার পল্টন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মৃদুল আহম্মেদ সুমন, মহিলা ভাইস চেয়ারম্যান ফাতেমা ইয়াসমিন পপি, সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান নার্গিস আক্তার হাদিয়া,কাউখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ হুমায়ুন কবির, বীর মুক্তিযোদ্ধা আলী হোসেন তালুকদার, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার সুজন সাহা, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ আব্দুল হান্নান, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আমিনুর রশিদ মিল্টন,ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ জাহাঙ্গীর হোসেন, মোঃ মোস্তাফিজুর রহমান, লাইকুজ্জামান তালুকদার মিন্টু,গাজী সিদ্দিকুর রহমান প্রমুখ।

বক্তারা এম.পি মহিউদ্দিন মহারাজ এর দীর্ঘায়ু কামনা করেন এবং সবশেষে দোয়া অনুষ্ঠানের মাধ্যমে অনুষ্ঠানটির সমাপ্তি করা হয়।

পোস্টটি ভালো লাগলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *