কোন মূল্যেই এমন বক্তব্য পুলিশ সার্ভিস এসোসিয়েশন দিতে পারেনা: বিএমএসএফ

সংবাদ বিজ্ঞপ্তি।

কোন মূল্যেই এমন বক্তব্য পুলিশ সার্ভিস এসোসিয়েশন দিতে পারেনা: বিএমএসএফ

পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের বক্তব্য দেশের স্বাধীন গণমাধ্যম, নিরপেক্ষ, অনুসন্ধানী সাংবাদিকতার প্রতি অশোভন, অযৌক্তিক ও কান্ডজ্ঞানহীন আচরণের বহিঃপ্রকাশ। কোন মূল্যেই এমন বক্তব্য পুলিশ সার্ভিস এসোসিয়েশন দিতে পারেনা। বরং পুলিশের পক্ষ থেকে এমন বক্তব্য গোটা পুলিশ বিভাগকে প্রশ্নবিদ্ধ করে তুলেছে।

পুলিশকে এটি প্রত্যাহার করা উচিত বলে মনে করছে বিএমএসএফ-বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম। কেননা, গণমাধ্যমে এ যাবত যে ক’টি দূর্ণীতিবাজের চিত্র তুলে ধরা হয়েছে তারা সবক’টিই বিশ্বসেরা দূর্ণীতিবাজ guinness world records এ তাদের নাম ওঠার মত। ইদানিং বিভাগটি তাদের পক্ষে সাফাই গেয়ে বরং পুলিশ বিভাগের সুনাম, সুখ্যাতি নষ্ট করা হচ্ছে। দূর্ণীতির বিরুদ্ধে সাংবাদিকরা তাদের লেখনীর মাধ্যমে পেশাগত দায়িত্ব পালন করে নৈতিকতার পরিচয় দিয়েছে, রাষ্ট্রের স্বার্থে এভাবেই পাশে থাকবেন।

সোমবার বিকেলে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে
মফস্বল সাংবাদিকদের শীর্ষ সংগঠন বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের সভাপতি আহমেদ আবু জাফর পুলিশের এমন বক্তব্য প্রত্যাহারের দাবি করে পুলিশ বিভাগকে আরো সততা, ন্যায়নিষ্ঠা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার আহবান করেন। যাতে পুলিশ বিভাগ ভবিষ্যতে আরও গণমূখী হয়ে ওঠে সে লক্ষ্যে কাজ করার অনুরোধ করেন। পুলিশ -সাংবাদিক ভ্রাতৃপ্রতিম সম্পর্ক টিকিয়ে রাখতেও তিনি আহবান জানান।

(আহমেদ আবু জাফর)
চেয়ারম্যান, ট্রাস্টি বোর্ড

সভাপতি, বিএমএসএফ
কেন্দ্রীয় নির্বাহী কমিটি
২৪ জুন ২০২৪ খ্রী:।

পোস্টটি ভালো লাগলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *