প্রধানমন্ত্রীর হাত থেকে দেশসেরা পুরস্কার নিলেন কাপ্তাই উপজেলা সহকারী শিক্ষা অফিসার 

কাপ্তাই প্রতিনিধি।

রাঙামাটির  কাপ্তাই প্রাথমিক  সহকারী উপজেলা শিক্ষা অফিসার আশীষ কুমার আচার্য্য জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ পুরস্কার গ্রহণ করেছেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিকট হতে। তিনি জাতীয় প্রাথমিক শিক্ষা পদক ২০২৩ জাতীয় পর্যায়ে এ পুরস্কার পান।

বৃহস্পতিবার (২৭ জুন) সকালে  রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত প্রাথমিক শিক্ষা পদক-২০২৩ প্রদান এবং জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিভিন্ন ক্যাটাগরিতে শ্রেষ্ঠত্বদের হাতে পুরস্কার ও সনদপত্র তুলে দেন।

এর আগে এটিও আশীষ কুমার আচার্য্য কাপ্তাই উপজেলা,  রাঙামাটি জেলা এবং চট্টগ্রাম বিভাগীয় পর্যায়ে শ্রেষ্ঠ এটিও নির্বাচিত হয়েছেন।

আশীষ কুমার আর্চায্য  এই প্রাপ্তিতে তাঁকে কাপ্তাই উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি রতন কান্তি দাশ, সাধারণ সম্পাদক মংসুইছাইন মারমা সহ বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এবং সহকারী শিক্ষকরা অভিনন্দন জানিয়েছেন।

পোস্টটি ভালো লাগলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *