হাতি – মানুষ দ্বন্দ্ব নিরসনে রাইখালীতে বন বিভাগের মতবিনিময় সভা অনুষ্ঠিত

কাপ্তাই প্রতিনিধি।

রাঙামাটির কাপ্তাই পাল্পউড বাগান বিভাগের  রাইখালী রেঞ্জের উদ্যোগে  হাতি- মানুষ দ্বন্দ্ব নিরসনে  সভা হয়েছে। শনিবার(২৯ জুন ২৪) সকাল ১১ টায় কারিগর পাড়া  ৫ নং ওয়ার্ডের ই আর টি ( এ্যানিম্যাল রেসপন্স টিম)  কমিটির সাথে  রেঞ্জ কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। ২নং রাইখালী ইউনিয়ন আ’লীগ শাখার সাধারণ সম্পাদক মো. ইউসুফ তালুকদার এতে সভাপতিত্ব করেন।

সভায়  প্রধান অতিথি ছিলেন কাপ্তাই পাল্পউড বাগান বিভাগন বিভাগীয় বন কর্মকর্তা  মো:  নুরুল ইসলাম( ডিএফও)।

প্রধান অতিথি   বলেন,  হাতি – মানুষ দ্বন্দ্ব নিরসনে আমাদেরকে আন্তরিক হতে হবে। কোন ভাবে হাতির আবাসস্থল যাতে ধ্বংস না হয়,সেদিকে খেয়াল রাখতে হবে। হাতি খাবার না পেয়ে লোকালয় এসে হানা দিচ্ছে, তাই আমাদেরকে হাতির খাবার এর জন্যও চিন্তা করতে হবে। এবং হাতিকে কোন রকম উত্ত্যক্ত করা যাবেনা।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন কাপ্তাই  পাল্পউড বাগান বিভাগের রাইখালী রেঞ্জ কর্মকর্তা জাহিদুল ইসলাম।

পোস্টটি ভালো লাগলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *