মাদারীপুর পৌরসভার বাজেট ঘোষণা

গোলাম আজম ইরাদ মাদারীপুর।

আজ ৩০ জুন সকাল ১১ টায় মাদারীপুর পৌরসভা সম্মেলন কক্ষে পৌর মেয়র খালিদ হোসেনের সভাপতিত্বে ২০২৪/২০২৫ এর বাজেট ঘোষণা করা হয়।
২০২৪/২০২৫ অর্থবছরে বাজেট দেখানো হয়েছে ১৩৮৫০০৭৭৩৭ উদ্ধৃত দেখানো হয়েছে ৪৩ লক্ষ ৭ হাজার ৭৩৭ টাকা।
উক্ত বাজেট ঘোষণা অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন প্যানেল মেয়র আইয়ুব খান, সংরক্ষিত আসনের মহিলা কাউন্সিলর সৈয়দা সালমা, বিশিষ্ট শিক্ষাবিদ মহাদেব বর্মন, বিশিষ্ট সাংস্কৃতিক কর্মী এনায়েত হোসেন নান্নু ও রতন দাস ।
অনুষ্ঠান এর শুরুতে কালামে পাক তেলাওয়াত করেন হাফেজ আবুল কালাম।
উক্ত অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন বিশিষ্ট সাংস্কৃতিক কর্মী শাহাদাত হোসেন লিটন ।

এ সময় উপস্থিত ছিলেন মাদারীপুর জেলার বিশিষ্ট সমাজকর্মী গন সচেতন নাগরিকসমাজ সাংবাদিক, মুক্তিযোদ্ধা ,বিশেষ ব্যক্তিবর্গ।
উক্ত বাজেট অনুষ্ঠানে পৌর মেয়র খালিদ হোসেন ইয়াদ বাজেট ঘোষণা করতে গিয়ে তিনি তার বক্তব্যে বলেন আজ মাদারীপুর পৌরসভার সচেতন নাগরিক ,সাংবাদিক ,সমাজকর্মী পৌর, রাজনৈতিক নেতৃবৃন্দ ও পৌর পরিষদের কাউন্সিলর সহ পৌর পরিষদের কর্মকর্তাদের নিয়ে বিগত দিনের চাইতেও আগামীতে যেন স্মার্ট পৌরসভা গড়ে তুলতে পারি এবং বাংলাদেশের মধ্যে একটি মডেল পৌরসভা হিসেবে আমরা আত্মপ্রকাশ করতে পারি সেই লক্ষ্যে সকলের আন্তরিক সহযোগিতা কামনা করেন ।

পোস্টটি ভালো লাগলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *