মাদারীপুর শতায়ু ব্যায়াম সংঘের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান

গোলাম আজম ইরাদ,মাদারীপুর থেকে।

১ জুলাই রাত ৯ টায় মাদারীপুর জেলা খাদ্য নিয়ন্ত্রক অফিস ক্যাম্পাসে মাদারীপুর ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মোস্তাক আহমদ ।

ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা খাদ্য কর্মকর্তা, জেলা ,রেজিস্ট্রি অফিসার ,জেলা শিশু বিষয়ক কর্মকর্তা, সমাজসেবা অফিসার ,উপপরিচালক বিআরডিবি ,বিশিষ্ট আইনজীবী ,বিশিষ্ট ক্রীড়াবিদ ,রাজনৈতিক ব্যক্তিবর্গ ,অবসরপ্রাপ্ত বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রেমিটেন্স যোদ্ধা ও স্থানীয় ব্যবসায়ী সহ প্রায় শতাধিক অতিথি ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ।

উক্ত অনুষ্ঠানে উপস্থিত থেকে বক্তব্য রাখেন জেলা খাদ্য কর্মকর্তা, জেলা রেজিস্ট্রি অফিসার, জেলা সমাজসেবা কর্মকর্তা, পাটকর্মকর্তা মোঃ আলমগীর হোসেন ,জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মোঃ শহিদুল ইসলাম মুন্সী ,পুলিশ লাইন সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুর রহমান বাচ্চু ,সংগঠনের সাধারণ সম্পাদক আনিসুর রহমান, সংগঠনের প্রতিষ্ঠাতা কামাল হোসেন, অ্যাডভোকেট মশিউর রহমান পারভেজ, ভূমি উপসহকারী দুলাল হোসেন ,উপজেলা খাদ্য নিয়ন্ত্রক ইসমাইল হোসেন, ফিটনেস ক্লাবের সমন্বয়কারী টিটু হোসেন ও সাংবাদিক গোলাম আজম ইরাদ প্রমুখ।

ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে বক্তারা বক্তব্য রাখতে গিয়ে বলেন “সুস্থ দেহ সুস্থ মন” আমরা সুস্বাস্থ্য নিয়ে বেঁচে থাকতে চাই।

বিনোদনের মাধ্যমে আমরা আমাদের শতায়ু ব্যায়াম সংঘের সকল সদস্যদের মনোরঞ্জনের জন্য সবাই মিলে মাঝে মধ্যেই এ ধরনের আয়োজন করব ইনশাআল্লাহ ।

আগামী ১৯/২০ জুলাই কুয়াকাটা ভ্রমণের জন্য পরিবারসহ সবাইকে নিয়ে অংশগ্রহণের ইচ্ছা পোষণ করেন ।
বক্তারা সকলের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে এবং রাতের নৈশভোজের মধ্যে দিয়ে অনুষ্ঠান সম্পন্ন করেন।

পোস্টটি ভালো লাগলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *