ঝিকরগাছায় নারীর অধিকার ও বাল্যবিবাহ প্রতিরোধ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

ঝিকরগাছা (যশোর) প্রতিনিধিা।

যশোরের ঝিকরগাছা উপজেলার শ্রীরামপুর মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের নিয়ে নারীর অধিকার ও বাল্যবিবাহ প্রতিরোধ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

ইউরোপিয়ান ইউনয়িন ও ট্রেডক্রাফট্ এক্সচেঞ্জ এর র্অথায়নে, উলাসী সৃজনী সংঘ, বিকাশ বাংলাদেশ ও ট্রেডক্রাফট্ এক্সচেঞ্জ এর বাস্তবায়নে যশোরের ঝিকরগাছায় নারীর ক্ষমতায়ন শীর্ষক প্রকল্পের আওতায় জেন্ডার সমতা ও নারীর অধিকার বিষয়ক সচেতনতা বৃদ্ধির লক্ষে বৃহস্পতিবার সকালে এই কর্মশালা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানের শুরুতে প্রকল্প অবহিতকরণ বক্তব্য রাখেন, উলাশী সৃজনী সংর্ঘের নির্বাহী পরিচালক খন্দকার আজিজুল হক মনি।

উপজেলা নারী সামাজিক এসোসিয়েশনের সভাপতি মাফরুহা আকবার শিল্পীর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে বক্তব্য রাখেন, বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি ও উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ সেলিম রেজা, মহিলা ভাইস চেয়ারম্যান লুবনা তাক্ষী, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা অনিতা মল্লিক, সমবায় অফিসার মোঃ সালাউদ্দিন আহম্মেদ, সহকারী মাধ্যমিক শিক্ষা অফিসার সাহিদুল ইসলাম, উপজেলা যব উন্নয়ন অফিসার আরব আলী।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উলাসী সৃজনী সংঘের প্রোগ্রাম কো-অডিনেটর নাজনীন সুলতানা জেনি, উপজেলা ফিল্ড কো-অর্ডিনেটর নার্গিস আক্তার, উপজেলা নারী সামাজিক এ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক নাসরিন সুলতানা, সাংগঠনিক সম্পাদক রতনা আক্তার চুমকি, বোধখানা সমিতির সভাপতি চিচিলিয়া মন্ডল, ইউপি সদস্য সুমন কিবরিয়াসহ বিদ্যালয়ের প্রায় ৪ শতাধিক শিক্ষার্থীসহ শিক্ষক/শিক্ষিকা মন্ডলী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

অনুষ্ঠানে বাল্যবিবাহ রোধ, ইভটিজিং প্রতিরোধ, মাদক ও সন্ত্রাস বিরোধী, যৌতুক প্রথা নির্মূল, শ্রেনীকক্ষে ছেলে-মেয়েদের বৈষম্য দূরীকরণ, ছাত্র-ছাত্রীদের ঝরেপড়া রোধ ও মোবাইল ফোন আসক্তির উপর গুরুতারোপ করা হয়েছে।

পোস্টটি ভালো লাগলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *