দুর্নীতি রেজওয়ানা চৌধুরীর সংগীতশিল্পী

বিশিষ্ট রবীন্দ্র সঙ্গীত শিল্পী রেজওয়ানা চৌধুরি বন্যা। পতিত স্বৈরাচার শেখ হাসিনার ঘনিষ্ঠ হিসেবে ৯৯ বছরের জন্য বরাদ্দ পেয়েছিলেন প্রায় এক একরের একটি প্লট। তবে সেই প্লটকে কেন্দ্র করে দখল করেছিলেন রাজধানীর মোহাম্মদপুরের রামচন্দ্রপুর খালের বিশাল একটি অংশ। সেখানে গড়ে তুলেছিলেন গানের স্কুল সুরের ধারা।

বিষয়টি নিয়ে চলতি বছরের শুরুর দিকেই প্রতিবেদন প্রকাশ করে জার্মানভিত্তিক সংবাদ মাধ্যম দ্য মিরর এশিয়া। তবে সে সময় শেখ হাসিনা সরকার কোনো ব্যবস্থাতো নেয়ই নি, উল্টো সংবাদ প্রকাশের দায়ে হুমকি দেওয়া হয় সংশ্লিষ্ট সংবাদ মাধ্যম ও তার সংবাদকর্মীদের। তবে শেষ পর্যন্ত এসে ব্যবস্থা নিলো অর্ন্তবর্তী সরকার। বৃহস্পতিবার ভূমি মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে বন্যার নামে বরাদ্দকৃত জমির লিজ বাতিল করা হয়েছে।
এ বিষয়ে যথাযথ কার্যক্রম গ্রহণপূর্বক ভূমি মন্ত্রণালয়ে প্রতিবেদন প্রেরণ করার জন্যও অনুরোধ করা হয়েছে প্রজ্ঞাপনে।

পোস্টটি ভালো লাগলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *