ভারতীয় মিডিয়া রিপাবলিক বাংলার বিরুদ্ধে আইনি নোটিশ

বিশেষ প্রতিনিধি
বাংলাদেশকে নিয়ে মিথ্যা তথ্য ও উস্কানি দেয়ার অভিযোগে ভারতের রিপাবলিক বাংলার বিরুদ্ধে ব্যবস্থা নিতে এবং বাংলাদেশের ভূখণ্ডে তাদের নিউজ, কনটেন্ট নিষিদ্ধ ও ব্লগ বন্ধ করতে আইনি নোটিশ পাঠানো হয়েছে। রোববার এই নোটিশ পাঠান সুপ্রিমকোর্টের আইনজীবী মাহমুদুল হাসান।

৫ অগাস্ট ছাত্র জনতার অভ্যুত্থানে ফ্যাসিস্ট হাসিনা পালিয়ে যাওয়ার পর থেকেই ভারতীয় বিভিন্ন গনমাধ্যম একের পর এক মিথ্যা তথ্য ছড়িয়ে যাচ্ছে। এর মধ্যে রিপাবলিক বাংলা নামের টিভি চ্যানেলটি সম্প্রচারের বিন্দু পরিমান নিয়ম নীতি না মেনেই মিথ্যা তথ্য ও প্রোপাগান্ডা ছড়িয়ে যাচ্ছিল। নোটিশে বলা হয়,”রিপাবলিক বাংলা একটি ভারতীয় টিভি চ্যানেল। স্যাটালাইট সম্প্রচারের পাশাপাশি তাদের বিভিন্ন নিউজ, কনটেন্ট ফেসবুক, ইউটিউব সহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করে থাকে। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় ভারতীয় এই চ্যানেলটি নিয়মিত ভাবেই বাংলাদেশে নিয়ে মিথ্যা তথ্য ও প্রোপাগান্ডা প্রচার করে যাচ্ছে। বাংলাদেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি করার ষড়যন্ত্রে লিপ্ত আছে। এছাড়া এই চ্যানেল নিরন্তর গুজব ছড়িয়ে বাংলাদেশে হিন্দু মুসলিম সাম্প্রদায়িক দাঙ্গা বাধানোর অপপ্রয়াস চালিয়ে যাচ্ছে। নোটিশে আরও বলা হয়েছে, রিপাবলিক বাংলা সম্পূর্ণ অসৎ উদ্দেশ্যে বাংলাদেশের বিরুদ্ধে মিথ্যা প্রচারণা চালিয়ে মিডিয়া আগ্রাসন চালাচ্ছে। চ্যানেলটি বাংলাদেশের জাতীয় নিরাপত্তার এবং জননিরাপত্তার জন্যও হুমকি হিসেবে দেখা দিয়েছে।

বাংলাদেশের জাতীয় নিরাপত্তা সুরক্ষার জন্য বাংলাদেশ সরকারকে অবশ্যই এই ভারতীয় টেলিভিশন চ্যানেলের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে হবে। এছাড়া, বাংলাদেশের জননিরাপত্তার স্বার্থে এ চ্যানেলের সব নিউজ, কনটেন্ট বাংলাদেশের ভূখণ্ডে নিষিদ্ধ ও ব্লক করে দিতে হবে।’নোটিশ প্রাপ্তির তিন দিনের মধ্যে ভারতীয় চ্যানেল রিপাবলিক বাংলার বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ এবং বাংলাদেশের ভূখণ্ডে তাদের নিউজ ও কনটেন্ট নিষিদ্ধ-ব্লক করার বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে অনুরোধ করা হয়েছে। অন্যথায় এ বিষয়ে ব্যবস্থা নিতে হাইকোর্টে রিট পিটিশন দায়ের করা হবে।

পোস্টটি ভালো লাগলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *