বিশেষ প্রতিনিধিঃ
মোঃ মাহবুব শিকদার
পটুয়াখালীর গলাচিপা থানাধীন, চর শিবায় সবজি ব্যবসায়ী আব্দুর রহিমের প্রান কেরে নিল পল্লী বিদ্যুৎতে, এলাকাবাসীর মধ্যে নেমে আসে শোকের ছায়া। চরশিবা সাংগঠনিক ইউনিয়নের ছোটশিবা গ্রামের ৫ ওয়ার্ডের মৃত্যু কাসেম খলিফার ছেলে সবজি ব্যবসায়ী আব্দুর রহিম,(৩৪) আজ দুপুর ২.৩০মিঃ সময় গরম ভাত ঠান্ডা করে খাবার জন্যে ফ্যানের তার লাগাতে গিয়ে পল্লী বিদ্যুৎতের তার শর্ট সার্কিট হয়ে বিদ্যুৎপৃষ্ট হয়ে আটকে যায়।কয়েক মিনিট তারে স্পর্শ করে ধরে রাখার পরে, লোকজন তাকে ছুটিয়ে গুরুতর অসুস্থ অবস্থায় স্থানীয় চরশিবা ক্লিনিকে নিয়ে যায়, কর্তব্যরত ডাক্তার তাকে মৃত্যু ঘোষণা করে। মৃত্যু কালে দুই ছেলে
মোঃ রবিউল (১৪) বছর মোঃ কাওছার(৬) বছর ও তার অন্তঃসত্ত্বা স্ত্রী আমেনা বেগমকে রেখে যান।তার এই অকাল মৃত্যুতে আত্মীয়-স্বজন,আশেপাশের লোকজনের কান্নায় বাতাস ভাড়ী হয়ে যাচ্ছে,সবার একটাই কথা,সংসারে হাল ধরার মতো আব্দুর রহিমের পরিবারারে
আর কেউ নেই,তার বউ অন্তঃসত্ত্বা হওয়ায় তার পক্ষেও কোন কাজ কর্মে যোগ দেওয়া সম্ভব না।অসহায় এই পরিবারটি এলাকাবাসীর কাছে
আর্থিক সহযোগিতা চেয়েছেন।