বিশেষ প্রতিনিধ
গত জুলাই-আগস্ট মাসে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ফলে উৎপাদন খাতে যে ধাক্কা লেগেছিল, তা কাটিয়ে দেশের পণ্য রপ্তানি বাড়তে শুরু করেছে । গত বছরের তুলনায় এ বছর রপ্তানি আয় বেড়েছে প্রায় ১৯ শতাংশ ।
ফ্যাসিস্ট হাসিনা সিন্ডিকেট তৈরি পোশাকখাতে অস্থিরতা সৃষ্টি করে যে সংকট সৃষ্টি করেছিল তা ইতিমধ্যেই কাটিয়ে উঠেছে অর্ন্তবর্তী সরকার। শ্রমিক অসন্তোষ কাটিয়ে কাজে ফিরতে শুরু করছে শ্রমিকরা। পুরোদমে উৎপাদন শুরু হয়েছে কলকারখানায়।
জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) থেকে পাওয়া তথ্যে দেখা গেছে, বাংলাদেশ থেকে গত অক্টোবরে ৪১৩ কোটি মার্কিন ডলারের পণ্য রপ্তানি হয়েছে। এই রপ্তানি গত বছরের একই মাসের তুলনায় ৬৫ কোটি ডলার বা ১৮ দশমিক ৬৮ শতাংশ বেশি ।
রপ্তনি বৃদ্ধির বিপরীতে আমদানি ব্যয় সেভাবে না বাড়ায় সাম্প্রতিককালে বাংলাদেশ ব্যাংকের চলতি হিসাবে ঘাটতি দূর হয়েছে। বিপরীতে আর্থিক হিসাবে ঘাটতি কমছে।