পার্টি থেকে ফেরার পথে,ছিন্ন ভিন্ন হলো ৬বন্ধুর মাথা

বিশেষ প্রতিনিধি
ভারতের উত্তরাখণ্ডের দেরাদুনে চলতি সপ্তাহে একটি ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ছয় বন্ধুর করুণভাবে মৃত্যু হয়েছে। তারা একটি পার্টি শেষে ফেরার পথে এ দুর্ঘটনা ঘটে। গত ১২ নভেম্বর স্থানীয় সময় রাত দেড়টার দিকে একটি ট্রাকের সঙ্গে তাদের গাড়ির সংঘর্ষ হয়। এতে গাড়িটি দুমড়ে মুচড়ে যায়। খবর এনডিটিভি
সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘুরে বেড়ানো ওই দুর্ঘটনার ভিডিওতে দেখা গেছে, ট্রাকের সঙ্গে সংঘর্ষে এত জোরে গাড়িটির সংঘর্ষ হয়েছে যে এর ছাদ উড়ে গেছে। এতে দুই জনের মাথা উড়ে গেছে এবং আরেক জনের মাথা দেহের সঙ্গে ছিন্ন ভিন্ন অবস্থায় ছিল। এছাড়া বাকীদের শরীরের অংশ রাস্তায় ছড়িয়ে ছিটিয়ে ছিল।
স্থানীয় মিডিয়ার খবরে বলা হয়েছে, সাত বন্ধু মাতাল অবস্থায় পার্টি শেষ করে বাসায় ফিরছিলেন। তারা হলেন, কুনাল কুকরেজা (২৩), আতুল আগারওয়াল (২৪), রিসাব জেইন (২৪), নাভা গোয়েল (২৩), কামাক্ষ্মী (২০), গুনেত (১৯)। পুলিশ জানিয়েছে, সাত জনের মধ্যে ২৫ বছর বয়সী সিদ্ধেশ আগাওয়ালের অবস্থা গুরুতর এবং বেঁচে আসেন। তিনিই ওই পার্টির আয়োজন করেছিলেন।
কর্তৃপক্ষ জানিয়েছে, সাত জনের মধ্যে ছয় জন দেরাদুন থেকে এবং কুকরেজা হিমাচল প্রদেশ থেকে এসেছিলেন। তবে পুলিশ জানিয়েছে, দলটি কোথা থেকে এসেছে তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। এ বিষয়ে তদন্ত চলছে।
এ ঘটনায় শোক ও দুঃখ প্রকাশ করেছেন উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুশকার সিং ধামী।

পোস্টটি ভালো লাগলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *