বিশেষ প্রতিনিধি
চট্টগ্রামের প্রবর্তক মোড়ে হঠাৎ ঝটিকা মিছিল করেছেন নিষিদ্ধঘোষিত ছাত্রসংগঠন ছাত্রলীগের নেতা-কর্মীরা। রোববার (১৭ নভেম্বর) মধ্যরাতে এই মিছিল করেন তারা। এসময় তাদেরকে বিভিন্ন স্লোগান দিতে দেখা যায়।
পরে অভিযান চালিয়ে মিছিলে থাকা দুজনকে আটক করেছে পুলিশ। আটককৃতরা হলেন- মো. সজীব হোসেন (২১) ও দিদারুল আলম (৪৮)। দিদারুল আলম চট্টগ্রাম আইন কলেজ শাখা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক। তিনি এই মিছিলের জন্য অর্থসহায়তা করেছেন বলে পুলিশের অভিযোগ।
আরো পড়ুন: রেজাউল করিমের কাছে মিললো ৫টি মাথার খুলি, অতঃপর…
পুলিশ জানায়, রোববার রাত সাড়ে ১১টার দিকে নগরের প্রবর্তক মোড় এলাকায় নিষিদ্ধঘোষিত ছাত্রসংগঠন ছাত্রলীগের ১৫ থেকে ২০ জন জড়ো হয়ে মিছিল করেন। রাতে মিছিলের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। এরপরই অভিযান চালিয়ে একজনকে আটক করা হয়। পরে আজ ভোর চারটার দিকে আরও একজনকে আটক করা হয়।
চট্টগ্রাম নগর পুলিশের উপকমিশনার (গণমাধ্যম) কাজী মো. তারেক আজিজ বলেন, নিষিদ্ধঘোষিত ছাত্রলীগ এর আগেও মিছিল করেছিল। অভিযান চালিয়ে দুজনকে আটক করা হয়েছে। বাকিদের আটকের চেষ্টা চলছে।