আবারো প্রেমে পড়েছে পরীমনি

বিশেষ প্রতিনিধি
ঢালিউড লাস্যময়ী পরীমণি ফের প্রেমে পড়েছেন। সামাজিক মাধ্যমে নিজেই জানিয়েছেন বিষয়টি। নিজের ফেসবুকে পরীমণি একটি ভিডিও প্রকাশ করেছেন। যেখানে দেখা গেছে গাড়ির জানলায় আধো আলয় আধো আধারে আলিঙ্গনে মেতে উঠেছে দুটি হাত। ক্যাপশনে নায়িকা লিখেছেন, ‘ইয়েস আই অ্যাম ইন লাভ অ্যাগেইন’। যার বাংলা করলে দাঁড়ায়, ‘হ্যা আমি আবার প্রেমে পড়েছি।’

নায়িকার এমন পোস্ট দেখে মন্তব্যের বন্যা বইয়ে দিয়েছেন অনুসারীরা। কেউ অভিনন্দন জানিয়েছেন। কেউ লিখেছেন, ভালোবাসা সুন্দর। আবার কেউ করেছেন সতর্ক। তবে সেসবের কোনো জবাব দেননি অভিনেত্রী। একইসঙ্গে কার প্রেমে পড়লেন সে বিষয়েও বলেননি কিছু।

গেল ৮ নভেম্বর মুক্তি পেয়েছে পরীমণি অভিনীত ওয়েব সিরিজ ‘রঙিলা কিতাব’। এতে তার বিপরীতে অভিনয় করেছেন মোস্তাফিজ ইমরান নূর। থ্রিলার ঘরনার গল্পে নির্মিত এ সিরিজে একজন অন্তঃসত্ত্বা নারীর ভূমিকায় দেখা গেছে পরীমণিকে। সিরিজটি বানিয়েছেন অনম বিশ্বাস। পরী অভিনীত নির্মাণধীন সরকারি অনুদানের সিনেমা ‘ডোডোর গল্প’। রেজা ঘটক পরিচালিত সিনেমাটির সহ-প্রযোজক জি-সিরিজ।

পোস্টটি ভালো লাগলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *