সারাদিনের ডেস্ক :
প্রশ্নটা তখনই সৃষ্টি হয়েছিল, যখন এক ছাদের নিচে ঢালিউডের একঝাঁক তারকার মিলনমেলা হলেও সেখানে অনুপস্থিত ছিলেন চিত্রনায়িকা অপু বিশ্বাস ও শবনম বুবলী। সেই প্রশ্নের ধোঁয়াতেই যেন নতুন করে বাতাস লাগলো।
গত ১৯ নভেম্বর ঢাকাই চলচ্চিত্রের শীর্ষ নায়ক শাকিব খানের ডাকে তারকাদের হাঁট বসেছিল রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে। উপলক্ষ্যে ছিল হাইজিনিক টয়লেট ক্লিনিং ব্র্যান্ড টাইলক্সের ‘টাইলক্স হাইজিনিক আবাস’ নামের একটি ক্যাম্পেইনের উদ্বোধন।
যেখানে একে একে হাজির হয়েছেন অপি করিম, সিয়াম আহমেদ, পরীমনি, বিদ্যা সিনহা মিম, পূজা চেরী, দীঘি, কোনাল, সালহা খানম নাদিয়া, মিম মানতাসা, শবনম ফারিয়া, সারিকা, সাবরিন, কোনাল, কনা, স্পর্শিয়া, প্রীতম হাসান ও শেহতাজের মতো শোবিজাঙ্গনের জনপ্রিয় সব তারকারা।
একঝাঁক তারকার এই উপস্থিতিতেও দু’জনকে খুঁজেছেন ভক্তরা। তারা হলেন নায়কের প্রাক্তন দুই স্ত্রী অপু বিশ্বাস ও শবনম বুবলী। ঢালিউডের প্রায় সকল নায়িকাই শাকিব খানের নতুন এই ক্যাম্পেইনে হাজির হলেও দেখা মেলেনি অপু-বুবলীর।
এরপরই সৃষ্টি হয় নানা গুঞ্জন। সেই গুঞ্জনে নতুন করে ঘি ঢাললেন অপু বিশ্বাস। রোববার (২৪ নভেম্বর) রাতে হঠাৎ এক ফেসবুক স্ট্যাটাসে তিনি ঠাট্টা করে লিখেছেন, ‘লেট পোস্ট। শুভ টয়লেট দিবস, ২০ নভেম্বর’। এরপরই অট্টহাসির একটি ইমোজি জুড়ে দিয়েছেন তিনি।
অপুর সেই পোস্ট দেখে ভক্তরাও মনে
করছেন, পরোক্ষভাবে শাকিব খানকেই খোঁচা দিয়েছেন অপু। যেই দিবস ৪ দিন আগে পালন হয়ে গেছে, সেটা নিয়েই এতদিন পর তার ফেসবুক স্ট্যাটাসের পেছনে কোনো কারণ অবশ্যই রয়েছে।
যদিও সেই কারণটি স্পষ্ট করেননি অভিনেত্রী। তবে ভক্তদের ধারণা, নায়কের সঙ্গে হয়তো আবারও দূরত্ব সৃষ্টি হয়েছে অপুর। সে কারণেই ‘বিশ্ব টয়লেট দিবস’ নিয়ে এতদিন পরে ফেসবুক পোস্ট করলেন তিনি।
তবে এখানে বুবলীর নামও শোনা যাচ্ছে। কারণ অপু তার স্ট্যাটাসে উল্লেখ করেছেন ২০ নভেম্বরের কথা। এদিন ছিল বুবলীর জন্মদিন। যে কারণে দুই নায়িকার ভক্তরা মনে করছেন, পরোক্ষভাবে বুবলীর জন্মদিনকেই ‘হ্যাপি টয়লেট ডে’ উল্লেখ করে ব্যঙ্গ করেছেন অপু।এর আগে বিশ্ব টয়লেট দিবসে হাইজেনিক টয়লেট নির্মাণের লক্ষ্যে নভেম্বর মাসজুড়ে প্রতিটি টাইলক্স টয়লেট ক্লিনার বিক্রির থেকে ১০ টাকা দেওয়া হবে বলে ঘোষণা দেন রিমার্ক-হারল্যানের ডিরেক্টর ও মেগাস্টার শাকিব খান।
দিনটিকে ঘিরে নানা আয়োজনে মেতেছিলেন তিনি। যেখানে তার পাশে একঝাঁক তারকার উপস্থিতি দেখা মিললেও প্রাক্তন স্ত্রী অপু বিশ্বাসকে দেখা যায়নি।