বিশেষ প্রতিনিধি
৮ ডিসেম্বর ২০২৪, রবিবার।
আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলা, বাংলাদেশের জাতীয় পতাকা অবমাননার প্রতিবাদে যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের যৌথ উদ্যোগে ভারতীয় দূতাবাস অভিমুখে প্রতিবাদী পদযাত্রা ও স্মারকলিপি প্রদান কর্মসূচি অনুষ্ঠিত হয়।
প্রতিবাদী পদযাত্রা ও স্মারকলিপি প্রদান কর্মসূচিতে স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সভাপতি এস এম জিলানী সংক্ষিপ্ত সমাবেশে বলেন, বাংলাদেশ সম্প্রীতির দেশ।আমরা এদেশে বসবাস করি, এখানে হিন্দু, মুসলিম,বৌদ্ধ, খ্রিষ্টান আমাদের মধ্যে ভ্রাতৃত্বের বন্ধন রয়েছে।
প্রতিবেশী রাষ্ট্র আমাদের বন্ধু হতে পারে প্রভু না।
পদযাত্রায় বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সভাপতি এস এম জিলানী ও সাধারণ সম্পাদক রাজীব আহসান সহ সকল কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এবং স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর দক্ষিণ এর সভাপতি এ এ জহির উদ্দিন তুহিন ও সাধারণ সম্পাদক সাদ মোর্শেদ পাপ্পা শিকদার, সিনিয়র সহ এস এম সায়েম, সহ সভাপতি আব্দুল্লাহ আল মামুন, সহ সভাপতি মনির হোসেন মৃধা, সিনিয়র যুগ্ম সম্পাদক দেলোয়ার হোসেন রিন্টু, যুগ্ম সম্পাদক কাজী মহিউদ্দিন মহী, যুগ্ম সম্পাদক হাসান আলী, সাংগঠনিক সম্পাদক মোঃ ওমর ফারুক, দপ্তর সম্পাদক (যুগ্ম সম্পাদক পদমর্যাদা) মোঃ সাইফুল ইসলাম পলাশ সহ মহানগর, থানা, ওয়ার্ড ও ইউনিট পর্যায়ের সকল নেতৃবৃন্দ এসময় উপস্থিত ছিলেন।