মোঃ এমদাদুল হক মিলন: সাবেক শ্যামপুর থানা বিএনপির সাধারণ সম্পাদক/সভাপতি, সদ্য ঘোষিত ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির ১ম যুগ্ম আহ্বায়ক,গত ফ্যাসিস্ট হাসিনা হটাও আন্দোলনের অগ্রনায়ক জনাব,আ,ন, ম সাইফুল ইসলাম বলেছেন,পতিত ফ্যাসিস্ট আওয়ামী স্বৈরশাসক জনবিচ্ছিন্ন ছিলো,বিনা ভোটে জোর করে ক্ষমতা দখলকারী হাসিনা গত ১৫ বছর জনগণের বুকে গুলি চালিয়েছেন এবং গুম খুন করে এদেশের জনগণকে দমিয়ে রাখতে চেয়েছেন,বাংলাদেশের মানুষকে শোষণ করে,হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করেছেন।এদেশের জনগণকে তুচ্ছ তাচ্ছিল্য করে তারা প্রভূ রাষ্ট্রকে সন্তুষ্টি রেখে ভোটারবিহীন নির্বাচন করে জোর করে ক্ষমতা আঁকড়ে রেখেছিলো।তাদের প্রভূ রাষ্ট্রকে খুশি করতে গিয়ে বন্ধু না হয়ে গোলামে পরিণত হয়েছেন।তাদের তাবেদারির কারণেই আজ একটি দেশ আমাদেরকে হুমকি-ধমকি দিচ্ছে,ভয় দেখাচ্ছে,কিন্তু বিএনপি জনমানুষের দল। জনগণ পাশে থাকলে আমরা বহিঃশক্তির কোনো হুমকি-ধমকিতে ভয় পাই না। জনগণই বিএনপির শক্তি। বুধবার বিকেলে রাজধানীর শ্যামপুরের ৫১ নং ওয়ার্ডের দয়াগঞ্জ চৌরাস্তা সংলগ্ন পাড় গেন্ডারিয়ায় “৩১ দফার আলোকে স্বনির্ভর বাংলাদেশ” শীর্ষক এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। সাইফুল ইসলাম বলেন, ভারত ও আওয়ামী লীগ উভয়ই বন্ধুহীন। ভারতের যেমন কোন বন্ধু রাষ্ট্র নেই, তেমনি আওয়ামী লীগের এদেশে কোনো বন্ধু নেই। ভারত যেমন তার প্রতিবেশী রাষ্ট্রগুলোকে তাদের দাসে পরিণত করতে চায়, আওয়ামী লীগও দেশের জনগণকে তাদের দাসে পরিণত করেছিলো। ছাত্রজনতার হাজারো রক্তের বিনিময়ে বাংলাদেশ দাস মুক্ত হয়েছে। তিনি বলেন, ভূ-রাজনীতি এত সহজ হিসেব নয়। ভারত যদি মনে করে বাংলাদেশের গলা চিপে ধরবে তাহলে অন্য প্রতিবেশী রাষ্ট্রও যে তখন চুপ করে বসে থাকবে তা ভাবার কোনো সুযোগ নেই। ৫১নং ওয়ার্ড বিএনপির সভাপতি ইমতিয়াজ আহমেদের সভাপতিত্বে,সভায় স্থানীয় বিএনপি নেতা ছানাউল্লাহ ছানু, মফিকুল ইসলাম বাবু, মমিন মিয়াসহ এলাকার ব্যবসায়ী, বিভিন্ন মসজিদের ইমাম এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশ নেন।আ,ন ম সাইফুল ইসলাম আরো বলেন,জীবনের শেষ রক্তবিন্দু থাকতে বাংলাদেশকে নিয়ে কোন বহি শক্তিকে খেলতে দিব না।আমাদের নেত্রী, দেশনেত্রী বেগম খালেদা জিয়া বলেছেন,বিদেশে আমাদের বন্ধু আছে,প্রভূ নেই,আমাদের ও ছাপ কথা, বন্ধুত্বের হাত বাড়িয়ে দিলে আছি, প্রভূ হতে দেব না।