নিলাম বিজ্ঞপ্তি
————————
এতদ্বারা সর্বসাধারণ/কাঠব্যবসায়ী/ঠিকাদার গণের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, আগামী ২৪-১২-২০২৪ ইং তারিখ রোজ মঙ্গলবার দুপুর ১২ ঘটিকার সময় অত্র কলেজের মূল ফটকের প্রাঙ্গনে বিদ্যমান ১টি গোড়া নষ্ট কৃষ্ণচূড়া গাছ উন্মুক্ত নিলামে বিক্রি করা হইবে। উক্ত নিলাম অনুষ্ঠানে বৃক্ষ ক্রয়কারী আগ্রহী ব্যক্তিবর্গকে উপস্থিত হয়ে নিলাম কার্যক্রমে অংশ গ্রহণ করার জন্য অনুরোধ করা হলো।
অধ্যক্ষ
ফজলুল হক মহিলা কলেজ।
গেন্ডারিয়া, ঢাকা।