Blog

ডাকসু (DUCSU)-এর পূর্ণরূপ কী?

মোঃএমদাদুল হক মিলন

ডাকসু এর পূর্ণ নাম হলো“ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ”-এর ইংরেজি নাম Dhaka University Central Students’ Union । নামটির সংক্ষিপ্ত রূপ ডাকসু (DUCSU) নামে বেশি পরিচিত।
১৯২৩-২৪ শিক্ষাবর্ষে ডুসু হিসেবে পরিচিত ছিল,১৯৫৩-৫৪ শিক্ষাবর্ষ (ডাকসু হিসেবে)
১৯৫৩ সালে গঠনতন্ত্র সংশোধনের মাধ্যমে পূর্বনাম পরিবর্তন করে বর্তমান নাম ‘ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ’ গ্রহণ করা হয়।
সদরদপ্তর
ডাকসু ভবন
অবস্থান
ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস
সদস্যপদ
৩৯,৭৭৫(সর্বশেষ, জানুয়ারি ২০২৫ এর হিসেব মতে)
দাপ্তরিক ভাষা
বাংলা