মান্দায় হিফজুল কুরআন প্রতিযোগিতা, পুরস্কার বিতরণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

মান্দা (নওগাঁ) প্রতিনিধিঃ

নওগাঁর মান্দায় ১নং ভারশোঁ ইউনিয়ন পরিষদে হিফজুল কুরআন প্রতিযোগিতা,পুরস্কার বিতরণ,দোয়া মাহফিল ও ইফতার অনুষ্ঠিত হয়েছে।

রবিবার বিকেলে ভারশোঁ ইউনিয়ন পরিষদ চত্বরে কুরআনের হাফেজা মোছাঃ হাফিজা খাতুন ঋতুর আয়োজনে ও ভারশোঁ ইউনিয়নের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান সুমন এর সভাপতিত্বে প্রতিযোগিতা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় ।

উক্ত অনুষ্ঠানে ইউনিয়নের ৭ টি মাদ্রাসার প্রায় ৫০ জন প্রতিযোগী অংশগ্রহণ করে। প্রতিযোগিতাটি ৩টি গ্রুপে অনুষ্ঠিত হয়। প্রত্যেক গ্রুপ থেকে সেরা ৩ জনকে বিজয়ী নির্বাচিত করা হয়।

অনুষ্ঠান শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। পরে দোয়া শেষে সকল ছাত্র ও শিক্ষকদের মাঝে ইফতার বিতরণ করা হয়।

প্রতিযোগিতায় বিচারকের দায়িত্বে ছিলেন ওই ৭টি মাদ্রাসা প্রতিষ্ঠানের শিক্ষকগণ। এছাড়াও অনুষ্ঠানে গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

পোস্টটি ভালো লাগলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *