চন্দ্রঘোনা প্লাস্টিক বস্তাভর্তি মদসহ আটক ২

নিজস্ব সংবাদদাতা-কাপ্তাই।

রাঙামাটির কাপ্তাইয়ের চন্দ্রঘোনা থানা পুলিশের অভিযানে পাচারকালে বস্তাভর্তি মদসহ ২ পাচারকারীকে আটক করা হয়েছে।

বৃহস্পতিবার ভোর ৫টায় রাইখালী বাজারস্থ মাঝিপাড়া বটতল হতে বস্তাভর্তি দেশীয় তৈরী ৮০ লিটার চোলাই মদসহ ২ পাচারকারীকে আটক করা হয়েছে।

আটক মেমী প্রকাশ(কেমী) (৪৪) ও সুই মং উ মারমা (২৮) এরা কাপ্তাই উপজেলার রাইখালী ইউনিয়ন বড়খোলাপাড়ার বসবাস করে।

চন্দ্রঘোনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আনছারুল করিম (ওসি) জানান, গোপন সংবাদের ভিত্তিতে থানার এসআই মো. মকবুল হোসেন সঙ্গীয় পুলিশ ফোর্স রাইখালী বাজারস্থ মাঝিপাড়া বটতলা সংলগ্ন শিবলী অটো মোটর্স পার্টসের দোকানের সামনে পাকা রাস্তার উপর পাচারকালে ৮০ লিটার দেশীয় তৈরী চোলাইমদ সহ তাদেরকে আটক করা হয়েছে। যার মূল্য আনুমানিক ২৪ হাজার টাকা।

চন্দ্রঘোনা থানায় মাদক দ্রব্য আইনে মামলা দায়ের করে রাঙামাটি বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

পোস্টটি ভালো লাগলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *