সুবিধাবঞ্চিতদের মাঝে নতুন কাপড় বিতরণ করেন দেশ বন্ধু রক্তদান সোসাইটি

মোঃ আবেদ আহমেদ- বিশেষ প্রতিনিধি।

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে শ্রীমঙ্গল উপজেলার একটি সেচ্ছাসেবী সামাজিক সংগঠন দেশ বন্ধু রক্তদান সোসাইটি বাংলাদেশ পরিবারের পক্ষ থেকে সমাজের সুবিধাবঞ্চিত অসহায় ৫০ জন মেয়ের পোষাক, ৪৭ জন ছেলেকে শার্ট, ৩ জন বৃদ্ধ মহিলাকে শাড়ি, সব মিলিয়ে মোট ১০০ জন মানুষদের নতুন কাপড় বিতরণ করেন সংগঠনটি।
৫ এপ্রিল শ্রীমঙ্গল উপজেলার বিভিন্ন ইউনিয়নের গ্রাম পর্যায়ে অসহায় সুবিধাবঞ্চিত পরিবারের মাঝে এ কাপড় বিতরণ করেন সংগঠনের প্রতিষ্ঠাতা ও পরিচালক মোহাম্মদ রায়হান,মহিলা বিষয়ক সম্পাদিকা তামান্না আক্তার, সদস্য খাদিজা আক্তার, হাবিবা আক্তার,উপদেষ্টা এস এম কাউসার,উপদেষ্টা আজমান আহমেদসহ সংগঠনের সদস্যরা।

সমাজ গঠনমূলক কাজ ও মানবিকতার এক অনন্য দৃষ্টান্ত তৈরি করেছে দেশ বন্ধু রক্তদান সোসাইটি বাংলাদেশ সামাজিক সংগঠনটি।

মূলত এই সংগঠন সারা বাংলাদেশে স্বেচ্ছায় রক্ত দিয়ে মানুষ কে বাঁচান এবং বিপদে এগিয়ে আসেন।

এই সংগঠনে রয়েছে অসংখ্য শিক্ষিত যুবসমাজ যারা প্রতিনিয়ত কাজ করছে সুন্দর সমাজ গঠনে। ইতিমধ্যে বেশ প্রশংসিত হয়েছে এই সংগঠনটি। তারা শুধু রক্তদান সেবায় সীমাবদ্ধ না থেকে বিভিন্ন সামাজিক কার্যক্রমে অংশ গ্রহণ করে মানুষের ভালোবাসায় সিক্ত হচ্ছে সংগঠনের প্রতিটি সদস্য।

পোস্টটি ভালো লাগলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *