কাপ্তাই নতুনবাজার সুইডেন পলিটেকনিক ইনস্টিটিউট ছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার

কাপ্তাই প্রতিনিধি।

রাঙামাটির কাপ্তাই নতুনবাজার ভাড়া বাসায় সুইডেন পলিটেকনিক ইনস্টিটিউট মেকানিক্যাল বিভাগের ছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্বার করেছে পুলিশ।

মঙ্গলবার (৯ এপ্রিল) সকাল ১১ টায় ৪ নং ইউনিয়ন ৫ নং ওয়ার্ড নতুনবাজার নবী হোসেন সওদাগারের তৃতীয় তলা বিল্ডিং হতে এ লাশ উদ্ধার করা হয়।

নিহত শিক্ষার্থী নাম জাহিদ হাসান জয় মেকানিক্যাল বিভাগের ৭ ম পর্বের ছাত্র।সে বাংলাদেশ সুইডেন পলিটেকনিক ইনস্টিটিউট( বিএসপিআই) অধ্যায়নরত। নিহত শিক্ষার্থীর পিতা মো. দুলাল উদ্দিন,মাতা-তাহেরা খাতুন,সাং,গ্রাম দত্তপাড়া,থানা রোড,ইশ্বরগঞ্জ ময়মনসিংহ জেলায় বসবাস করে।

উক্ত বিল্ডিং এর পাশে বসবাসকারী ১০ ম শ্রেণীর ছাত্র অংসেনু মারমা জানান, কক্ষের ভিতর হতে দুগ্ধ ও ফ্লোর হতে রক্তবাহীর হওয়া দেখে বিল্ডিং মালিক নবী হোসেনকে সংবাদ দেই। পরে নবী হোসেন থানায় খবর দেয়।

কাপ্তাই থানা পুলিশ ও দেবাশীষ সাহা(ওসি তদন্ত) এসে কক্ষের ভিতর ছিটকারী ভেঙ্গে সিলিংয়ে ঝুলন্ত মরদেহ উদ্বার করেন।

বিল্ডিং মালিক ও কাপ্তাই মৎস্য ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক মো. নবী হোসেন জানান, সে একটি কক্ষ নিজে ভাড়া থাকত।আমার জানামতে সে একজন ভাল ছেলে ।তবে কি ভাবে কি হল বলতে পারছিনা।আমি ফোনে সংবাদ পেয়ে ঘটনাস্থলে আসি।

ইউপি সদস্য ইমান আলী জানান, আমি ঘটনার সংবাদ শুনে ঘটনাস্থলে আসি।

কাপ্তাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল কালাম(ওসি) জানান, ধারনা করা হচ্ছে ৪/৫দিন আগে মারা গেছে।তবে কি ভাবে মারা গেছে তদন্তপূর্বক বিস্তারিত জানা যাবে। ঘটনাস্থলে কাপ্তাই সার্কেল অতিরিক্ত পুলিশ সুপার মু. সাইফুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং কাপ্তাই নতুনবাজার বণিক কল্যাণ সমবায় সমিতি লিঃ কমিটির সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেন।

ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল কালাম(ওসি) জানান,লাশ ময়নাতদন্তের জন্য রাঙামাটি জেনারেল হাসপাতালে প্রেরণ করা হবে।

পোস্টটি ভালো লাগলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *