আখাউড়ায় বাবা পুলিশে দিলেন মাদক আসক্ত সন্তানকে

লায়ন রাকেশ কুমার ঘোষ

(স্টাফ রিপোর্টার)।

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় মাদকাসক্ত ছেলে নাদিমের অত্যাচার সহ্য করতে না পেরে আদালতের দ্বারস্থ হয়েছেন বৃদ্ধ বাবা-মা। আদালতে দ্বারস্থ হওয়ার পর পুলিশ তাকে গ্রেফতার করেন।

গ্রেফতারকৃত নাদিম হলো মোগড়া ইউনিয়নের সীমান্তবর্তী বাউতলা এলাকার মোঃ রেনু মিয়ার ছেলে।

বাবা রেনু মিয়া বলেন, ছেলের অত্যাচার আর নির্যাতন সহ্য করতে না পেরে, পুরো রমজান মাস স্ত্রীকে নিয়ে কেউ বাড়িতে থাকতে পারি নাই। অন্যের বাড়ি বাড়ি গিয়েও রাত্রিযাপন করতে হয়েছে। বাবা আরো বলেন, এমনকি কয়েকবার আমাকে সে হত্যার চেষ্টাও করছে। এবং এলাকায় কয়েকদিন পরপর ঝামেলা সৃষ্টি করে বেড়ায় সে। মাদকাসক্ত এই ছেলের অত্যাচার সহ্য করতে না পেরে আদালতের দ্বারস্থ হই। পরে পুলিশ তাকে গ্রেফতার করেন।

আখাউড়া থানা অফিসার ইনচার্জ ওসি নূরে আলম জানান, ‘নাদিম গ্রেফতারী পরোয়ানাভুক্ত আসামি ছিলেন। আদালতের নির্দেশে আমরা তাকে গ্রেফতার করে আদালতে প্রেরণ করি।

পোস্টটি ভালো লাগলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *