কাপ্তাইয়ের চিংম্রং সাংগ্রাঁই জল উৎসবে মাতোয়ারা -মারমা তরুন-তরুনী

কাপ্তাই প্রতিনিধি।

এই দেশ একটি অসাম্প্রদায়িক চেতনার দেশ।বিভিন্ন সম্প্রদায়ের মেল বন্ধনে উৎসব পালন করা হয়ে থাকে। আসুন আমরা সকল বিভেদ ভুলে দেশ উন্নয়নে কাজ করি। রাঙ্গামাটির কাপ্তাই চিংম্রং ঐতিহ্যবাহি বৌদ্ব বিহারে সাংগ্রাই জল কেলি উৎসবে উদ্ভোধন কালে প্রধান অতিথির বক্তব্যে রাখেন পরিবেশ,বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক সংসদীয় স্থায়িত্ব কমিটির সভাপতি ও রাঙ্গামাটি সাংসদ দীপংকর তালুকদার।

সোমবার সকাল সাড়ে ১০ টায় ৩নং চিংম্রং বৌদ্ধবিহারে নববর্ষকে বরণ এবং পুরানো বর্ষকে বিদায় উপলক্ষে পার্বত্য চট্টগ্রামে বসবাসরত মারমা সম্প্রদায় সাংগ্রাঁই জল উৎসব ও সাংগ্রাঁই রিলং পোয়ে উদযাপন করা হয়।

সাংগ্রাঁই রিলংপোয়ে উদযাপন কমিটির আয়োজনে মারমা সম্প্রদায়ের ঐতিহ্যবাহী খেলাধুলা, সাংস্কৃতিক অনুষ্ঠান, সাংগ্রাঁই র‍্যালী, আলোচনা সভা ও জলকেলী অনুষ্ঠিত হয়।

এ্যাডভোকেট হ্লাথোয়াই মারমার সঞ্চালনায় আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন কাপ্তাই ৪১ বিজিবির অধিনায়ক লে: কর্নেল আমীর হোসেন মোল্লা, কাপ্তাই ৫৬ বেঙ্গল অধিনায়ক লে: কর্নেল নুর উল্লাহ জুয়েল, রাঙামাটি জেলা পরিষদ সদস্য অংসুইছাইন চৌধুরী, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো মহিউদ্দিন, সাবেক জেলা পরিষদ সদস্য প্রকৌশলী থোয়াইচিং মং মারমা, রাজস্থলী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল আহমেদ ভুইঞা।

অনুষ্ঠানে পার্বত্য জেলার বিভিন্ন সম্প্রদায়ের হাজার,হাজার তরুন-তরুনী জল উৎসব উপভোগ করে।

পোস্টটি ভালো লাগলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *