কাউখালী প্রতিনিধি।
পিরোজপুর কাউখালী উপজেলায় ২০২২-২৩ অর্থবছরে খরিফ-১/২০২৩-২৪ মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচীর আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামুল্যে বীজ ও সার বিতরণ করা হয়।
এ কৃষি প্রণোদনা কর্মসূচীর আওতায় কাউখালী অনুষ্ঠানে উপজেলার পাঁচটি ইউনিয়নের ২ হাজার ১০০ কৃষকদের মধ্যে ‘উফশী আউশ’ আবাদের লক্ষ্যে জনপ্রতি ৫ কেজি বীজ, ১০ কেজি ডিএমপি সার, ১০ কেজি এমওপি সার বিতরণ করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার স্বজল মোল্লার সভাপতিত্বে উক্ত কৃষি প্রণোদনা অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি অফিসার সোমা দাস, কাউখালী থানা অফিসার ইনচার্জ হুমায়ুন কবির,কাউখালী সদর ইউনিয়ন চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান, ইউপি চেয়ারম্যান লাইকুজ্জামান মিন্টু, উপ সহকারী কৃষি কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন স্তরের রাজনৈতিকবৃন্দ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
সভাপতি উপজেলা নির্বাহী কর্মকর্তা স্বজল মোল্লা বলেন,
সরকারের মাননীয় প্রধানমন্ত্রী প্রতি ইঞ্চি জমিকে আবাদের আওতায় আনার জন্য কৃষি প্রণোদনা কর্মসূচীকে সর্বাধিক গুরুত্ব দিচ্ছেন।
কৃষি অফিসার সোমা দাস বলেন, বর্তমান কৃষি বান্ধব সরকার বঙ্গবন্ধুর কাক্ষিত সোনার বাংলা গড়তে কৃষি ও কৃষককে সব সময় অগ্রাধিকার দিয়ে আসছে, তাইতো আজ আমরা খাদ্যে স্বয়ং সম্পূর্ণতা অর্জন করেছি।