কাউখালীর ষাটোর্ধ খসরুর প্রচারণা নিরাপদ সড়ক চাই

কাউখালী প্রতিনিধি।

নিরাপদ সড়ক চাই একটি দূর্ঘটনা সারা জীবনর কান্না এই বার্তা নিয়ে মাঠে উপজেলার বিভিন্ন স্থানে পথ সতেচনা মূলক লিফলট বিতরণ করেন কাউখালীর বিশিষ্ট  সমাজসেবক আব্দুল লতিফ খসরু।

রবিবার সকাল ১০ টায় কাউখালী উত্তর বাজার টেম্পু ষ্ট্যান্ড থেকে প্রচারণা শুরু করে চিরাপড়া ব্রীজ সংলগ টেম্পু ষ্ট্যান্ড, কাউখালী ডাক বাংলা মােড়, টেম্পু ষ্ট্যান্ড, কাউখালী বাস ষ্ট্যান্ড, আশ্রম মােড়, কাউখালী উত্তর বাজার রিক্সা ষ্ট্যান্ডে গিয়ে এ প্রচারণা শেষ হয়।

এ রাস্তার ২ পাশ দাঁড়িয়ে থাকা জনসাধারণ খসরুর এই উদ্যােককে স্বাগত জানান।
সমাজ সেবক আব্দুল লতিফ খসরু জানান, সড়ক দূর্ঘটনা দিন দিন বেড়েই চলছে কােনাে কিছুতে যেনাে থামছে না সড়ক দূঘর্টনা। প্রতিদিন কােনাে না কােনাে স্থানে সড়ক দূর্ঘটনা ঘটছে। ফলে অসংখ্য মানুষ আহত এবং নিহত হচ্ছে। সড়ক দূর্ঘটনা রােধ করতে মানুষকে সচেতন করতে আমার এই উদ্যােগ। হয়তাে এই উদ্যাগের ফলে মানুষ কিছুটা হলেও সচেতন হবে।

পোস্টটি ভালো লাগলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *