রোম দূতাবাসে বঙ্গবন্ধুর ১০৪-তম জন্মবার্ষিকী পালন

ইতালি প্রতিনিধিঃ

রোম দূতাবাসে ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪ তম জন্ম বার্ষিকী এবং জাতীয় শিশু দিবস উদযাপন।

রোববার ইতালিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোঃ মনিরুল ইসলাম জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিবসের সূচনা করেন।
পরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণ এবং বঙ্গবন্ধুসহ সকল শহীদদের রুহের মাগফিরাতের জন্য এক মিনিট নিরবতা পালন করা হয় । এ সময় কাউন্সিলর জসিম উদ্দিনসহ দূতাবাসের কর্মকর্তা কর্মচারীরা উপস্থিত ছিলেন।
দ্বিতীয় পর্বে জাতির পিতা ‘বঙ্গবন্ধুর উপর নির্মিত প্রামাণ্য চিত্র প্রদর্শন, বঙ্গবন্ধুর জীবন ও সংগ্রামের উপর আলোচনা অনুষ্ঠান, শিশু-কিশোরদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা এবং শিশু-কিশোরদের মাঝে বঙ্গবন্ধুর জীবনী উপস্থাপন করা হয়।
আলোচনা সভার শুরুতে পবিত্র কোরআন হতে তেলাওয়াত করা হয়। এরপর দূতাবাসের কর্মকর্তাগণ রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও পররাষ্ট্র মন্ত্রীর বাণী পাঠ করা হয়। দূতাবাসে আয়োজিত আলোচনা সভায় রাষ্ট্রদূত তাঁর বক্তব্যে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন এবং বঙ্গবন্ধুর শৈশবের উপর আলোকপাত করেন।

তিনি বঙ্গবন্ধুর নেতৃত্বে ১৯৭৪ সালে বাংলাদেশে শিশু আইন প্রনয়ন এবং শিশুদের অধিকার রক্ষায় বঙ্গবন্ধুর ভূমিকার কথা উল্লেখ করেন। তিনি বলেন বঙ্গবন্ধুর স্বপ্ন ছিল ‘সোনার বাংলা’ গড়ে তোলা এবং এলক্ষ্যে বর্তমানে
প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তিনি প্রবাসী বাংলাদেশীদের দেশের জন্য তাদের অবদান অব্যাহত রাখার আহবান জানান। সভায় দূতাবাসের কর্মকর্তা ও প্রবাসী বাংলাদেশীগণ বঙ্গবন্ধুর জীবনী এবং দিবসটির তাৎপর্যের উপর আলোচনা করেন।
আগত অতিথিবৃন্দের জন্য আয়োজিত ইফতার মাহফিলের পরে রাষ্ট্রদূত বঙ্গবন্ধুর জন্মদিন উপলক্ষে কেক কাটেন।
অনুষ্ঠান শেষে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানও তাঁর পরিবারের সকল শহিদ সদস্য এবং সকল মুক্তিযোদ্ধার রুহের মাগফিরাত কামনা করে মোনাজাত করা হয়।

পোস্টটি ভালো লাগলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *