চতুর্থ শিল্প বিপ্লব মোকাবেলায় কারিগরি শিক্ষার প্রস্তুতি শীর্ষক কাপ্তাইয়ে সেমিনার

কাপ্তাই প্রতিনিধি।

বাংলাদেশ সুইডেন পলিটেকনিক ইনস্টিটিউট কাপ্তাই এর আয়োজনে কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা সপ্তাহ ২০২৪ উপলক্ষে “স্মার্ট বাংলাদেশ অর্জন ও চতুর্থ শিল্প বিপ্লব মোকাবেলায় কারিগরি শিক্ষার প্রতিশ্রুতি শীর্ষক” এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৩০ এপ্রিল) সকাল ১০টা হতে দুপুর ১টা পর্যন্ত   বিএসপিআই  সেমিনার কক্ষে এ সেমিনার   অনুষ্ঠিত হয়।ইনস্টাক্টর মো.ইকবাল হায়দার ও বিউটি বিশ্বাস এর সঞ্চালনায় এতে সভাপতিত্ব করেন।

বাংলাদেশ সুইডেন পলিটেকনিক ইনস্টিটিউট কাপ্তাই  অধ্যক্ষ মোহাম্মদ আবদুল মতিন হাওলাদার(অতিরিক্ত দায়িত্ব)। প্রধান অতিথির বক্তব্য রাখেন কাপ্তাই উপজেলা নির্বাহী অফিসার মো. মহিউদ্দিন।

স্বাগত বক্তব্য রাখেন কম্পিউটির বিভাগীয় প্রধান ইঞ্জিনিয়ার মুহাম্মদ তারেকুল ইসলাম।

মুল প্রবন্ধ উপস্থাপক করেন বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড  কোর্স এক্রিডিটেশন বিশেষজ্ঞ ড. মো. শাহ আলম মজুমদার।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙামাটি চেম্বার অব কমার্স  সভাপতি মো. আব্দুল ওয়াদুদ, বাংলাদেশ জাতীয় ক্ষুদ্র ও কুটির শিল্প সমিতি চট্টগ্রাম এর প্রতিনিধি মো. নুরুল ইসলাম খান প্রমুখ।

বক্তব্য রাখেন প্রতিষ্ঠানের সাবেক শিক্ষার্থী মানিক বড়ুয়া, শফিকুল আলম প্রমুখ।

উক্ত সেমিনারে বিভিন্ন প্রতিষ্ঠানের প্রধানগণ, শিক্ষক, সাংবাদিকসহ বিভিন্ন গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। সেমিনারে স্মার্ট বাংলাদেশ অর্জন এবং চতুর্থ শিল্প বিপ্লব মোকাবেলায় কারিগরি শিক্ষার প্রস্তুতির বিভিন্ন বিষয়ে দিক-নির্দেশনা মূলক আগত অতিথিরা বক্তব্য প্রদান করেন এবং ৭ টি প্রতিষ্ঠানর সাথে চুক্তি স্বাক্ষর হয়।

বিকাল আড়াই টায় এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

পোস্টটি ভালো লাগলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *