কাপ্তাই সাব স্টেশন সুইচ ইয়ার্ডে বিকট ৭ঘন্টা পর বিদ্যুৎ আসে  শব্দে বিস্ফোরণ

কাপ্তাই প্রতিনিধি।

রাঙামাটির কাপ্তাই  কর্ণফুলি পানি বিদ্যুৎ কেন্দ্রের (কপাবিকে) সাবস্টেশনের সুইচ ইয়ার্ডে বিকট শব্দে বিস্ফোরণ ঘটনা ঘটেছে।

বিস্ফোরণ ও অগ্নিকান্ড ঘটনার পর ফায়ার সার্ভিসকে খবর দিলে আগুন নিয়ন্ত্রণে আনে।ফলে কাপ্তাই উপজেলার ৭ঘন্টা পর বিদ্যুৎ পাওয়া যায়।

রবিবার (৫ মে) সকাল ৭.৪৫ মিনিটে  কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্র সাব স্টেশন সুইচ ইয়ার্ডে হঠ্যাৎ বিকট শব্দ হয়ে বিস্ফোরণের ঘটনা ঘটে।

সাথে সাথে  ২০mva ট্রান্সফরমারে  অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। অগ্নিকান্ড ঘটনা ঘটার সাথে সাথে কাপ্তাই ফায়ার সার্ভিসকে খবর দিলে তারা দ্রুত এসে ট্রান্সফরমারের আগুন নিয়ন্ত্রণে আনে।

কাপ্তাই পানি বিদ্যুৎ কেন্দ্রের ব্যবস্থাপক প্রকৌশলী এটিএম আব্দুজ্জাহের জানান,  সকালে বজ্রপাত সহ  ঝড়, বৃষ্টি হওয়ায় বিদ্যুৎ বন্ধ হয়ে যায়। সকাল ৭.৪৫ মিনিটের  দিকে কাপ্তাই বিদ্যুৎ সাপ্লাই কেন্দ্র হতে বিদ্যুৎ চালু করার জন্য সাবস্টেশনের সুইচ ইয়ার্ড চালু করতে গেলে হঠাৎ ট্রান্সফরমারে আগুন লেগে যায়।

সাথে সাথে কাপ্তাই ফায়ার সার্ভিসকে খবর দিলে তাঁরা এসে আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে ট্রান্সফরমারে বড় ধরনের ক্ষতি হয় নাই।  কি পরিমাণ ক্ষতি হয়েছে সেটা তদন্ত করে নিরুপণ করা হবে। ট্রান্সফরমার বিকল হওয়াতে কাপ্তাই উপজেলায় ৭ ঘন্টা যাবৎ কোন বিদ্যুৎ না থাকায় সরকারি -বেসরকারী শিল্প কল কারখানা বন্ধ ছিলো।

ফলে কোটি টাকার  ক্ষতি হয়েছে বলে অভিযোগ পাওয়া যায়। দুপুর ২টায় বিদ্যুৎ আসলে অনেক শিল্প কল কারখানা উৎপাদনে যায়।

কাপ্তাই ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের সিনিয়র স্টেশন অফিসার শাহাদাত হোসেন চৌধুরী জানান, সকাল ৭.৫০ দিকে আমরা আগুন লাগার সংবাদ পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে  আগুন নিয়ন্ত্রণে আনি।

পোস্টটি ভালো লাগলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *