কাপ্তাই হ্রদে ডুবচরে চলছে বিবাহ অনুষ্ঠান 

কাপ্তাই প্রতিনিধি।

রাঙ্গামাটি  কাপ্তাই হ্রদ শুকিয়ে যাওয়ায় ডুবচরে চলছে বিবাহ অনুষ্ঠান।

সোমবার (৬ মে ২৪) দুপুর ৩টায় বর মমতাজ উদ্দিন পিতা আঃ রশিদ ও কনে ছনিয়া আক্তার পিতাঃ আব্দুল খালেক এর সাথে আড়াই লাখ টাকা দেন মোহরে ৩৫জন বরযাত্রী নিয়ে বিবাহ অনুষ্ঠান সম্পন্ন হয়।

হ্রদের এপার মুরগির টিলা বরের বাসা ওপার বিএফআইডিসি টিলায় কনের বাসা। হ্রদের মাঝখানে ছামিয়ানা টাঙ্গিয়ে বিবাহ সম্পন্ন হয়।

এ দৃশ্য দেখার জন্য এলাকার শত-শত উৎসক জনতা ভিড় করে।

পোস্টটি ভালো লাগলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *