কাপ্তাইয়ে কালবৈশাখী ঝড়ে গাছ পড়ে ব্যাপক ক্ষতি 

কাপ্তাই প্রতিনিধি।

রাঙ্গামাটি কাপ্তাই উপজেলার বিভিন্ন এলাকায় কালবৈশাখী তান্ডবে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

সোমবার বিকাল ৩টা হতে  বৃষ্টি, ঝড় হাওয়া সাথে কালবৈশাখীতে  রাইখালী,চিৎমরম,চন্দ্রঘোনা, ওয়াগ্গা ও কাপ্তাই ইউনিয়নে বসতঘর, দোকান, ফসল,বিদ্যুৎসহ ব্যাপক ক্ষতি হওয়ার খবর পাওয়া গেছে। কলাবাগান,শিলছড়ি ওয়াভদা কলোনী নৌবাহিনী ও বিএফআইডিসি শিল্পএলাকায় গাছ উপড়ে পড়ে ব্যাপক বসতঘরের ক্ষতি  হয়েছে। বিএফআইডিসি শিল্পএলাকায় বিশাল আকৃতির একটি  গাছ উপড়ে পড়ে ৩টি বসত ঘরের  ব্যাপক ক্ষতি  সাধিত হয়েছে। এ ৩টি পরিবারের প্রায় ১৫/২০জন পরিবার প্রাণে রক্ষা পেয়েছে।

পরিবার প্রধান মইনউদ্দিন,ছিদ্দিক ও দুলাল মিস্ত্রী জানান, এত বিশাল গাছ আমাদের ঘরের ওপর পড়েছে।অল্পের জন্য আমরা প্রাণে রক্ষা পেয়েছি।আমাদের বসতঘর সব ভেঙ্গে সব শেষ হয়ে গেছে।

এছাড়া বিভিন্ন এলাকায় বৈদ্যুতিক খুঁটি ভেঙে গিয়ে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে যায়। মঙ্গলবার সকাল হতে  বিদ্যুৎ বিভাগের লোকজনের চেষ্টায় এলাকায় বিদ্যুৎ আসে।

তবে ক্ষতিগ্রস্তরা এযাবৎ কোন কোন ধরনের সহযোগিতা পাইনি বলে জানান।

পোস্টটি ভালো লাগলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *