কাপ্তাইয়ে জাতীয় পুষ্টি সপ্তাহের উদ্বোধন

কাপ্তাই প্রতিনিধি।

কাপ্তাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর বাস্তবায়নে  “জাতীয় পুষ্টি সপ্তাহ ২০২৪” এর উদ্বোধন করা হয়েছে।

বৃহস্পতিবার (৯ মে) সকাল ১১টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর কনফারেন্স রুমে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। আবাসিক মেডিকেল অফিসার ডাঃ ওমর ফারুক রনির সঞ্চালনায় সভাপতিত্ব করেন কাপ্তাই উপজেলা নির্বাহী অফিসার ও  উপজেলা পুষ্টি কমিটির সভাপতি মো. মহিউদ্দীন।

নির্বাহী অফিসার  পুষ্টি সপ্তাহ ২০২৪ এর উদ্বোধন করেন।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন কাপ্তাই উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ রুইহ্লা অং মারমা, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা শশাংক বিকাশ চাকমা, কাপ্তাই প্রেস ক্লাব সভাপতি কাজী মোশাররফ হোসেন প্রমুখ।

এসময় কাপ্তাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর চিকিৎসক, নার্স নহ বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তারা উপস্থিত ছিলেন।পুষ্টি সপ্তাহ ২০২৪ উপলক্ষে কাপ্তাই উপজেলায় সপ্তাহব্যাপী স্বাস্থ্য প্রতিষ্ঠানে সচেতনতামুলক স্বাস্থ্যবার্তা প্রদান, এতিমখানায় পুষ্টিকর খাবার বিতরণ, মা সমাবেশসহ বিভিন্ন কার্যক্রম পরিচালিত হবে।

পোস্টটি ভালো লাগলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *