কাপ্তাইয়ে  উচ্চফলনশীল বীজ ও রাসায়নিক সার বিতরণ 

কাপ্তাই প্রতিনিধি।

কাপ্তাই কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে উচ্চফলনশীল বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে।

সোমবার সকাল  ১১ টায় উপজেলা পরিষদ চত্বরে কৃষি প্রণোদনা কর্মসূচির ২০২৩-২৪ অর্থবছরের আউশ ধানের উচ্চফলনশীল বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা কৃষি অফিসার  কৃষিবিদ মো. ইমরান আহমেদ।

প্রধান অতিথি  উপস্থিত থেকে কৃষি প্রণোদনা বিতরণ করেন  উপজেলা নির্বাহী অফিসার মো. মহিউদ্দিন। বিনামূল্য ৫ কেজি ধানবীজ, ১০ কেজি এমওপি ও ১০ কেজি ডিএপি সার ১৪০ জন কৃষককে প্রণোদনা বিতরণ করা হয়।

উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মো. ইমরান আহমেদ জানান, “কাপ্তাইয়ের পাহাড়ি জনপদে ঝুমে  আউশ করলেও রোপা আউশের চাষাবাদ কম ছিল।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের নানামুখী পরিকল্পনায় পাহাড়ের ভ্যালিতে রোপা আউশ ধানের চাষাবাদ বৃদ্ধি পাওয়ায় কৃষকরা লাভবান হচ্ছে।

বিতরণ অনুষ্ঠানে উপকারভোগী কৃষকসহ উপসহকারী কৃষি কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

পোস্টটি ভালো লাগলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *