রাঙ্গুনিয়ায় মেধাবৃত্তি পরীক্ষার পুরস্কার বিতরণ

কাপ্তাই প্রতিনিধি।

চট্টগ্রামের রাঙ্গুনিয়া কিন্ডারগার্টেন এসোসিয়েশনের পরিচালনায় ডা. এস এম কাউসার মেধাবৃত্তি পরীক্ষার পুরস্কার ও সনদ বিতরণ অনুষ্ঠান রাঙ্গুনিয়া পৌরসভার অ্যাডভোকেট নুরুচ্ছাফা তালুকদার অডিটরিয়ামে শনিবার (১৮ মে) সকালে অনুষ্ঠিত হয়েছে।

রাঙ্গুনিয়া কিন্ডারগার্টেন এসোসিয়েশনের সভাপতি সফিউল আজম সিরাজির সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. রায়হান মেহেবুব।

বিশেষ অতিথি ছিলেন, পরীক্ষার প্রধান পৃষ্টপোষক ডা. এস এম কাউসার। অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মাহবুব আলম ও অর্থ সম্পাদক মাওলানা করিম উদ্দিন হাসানের সঞ্চালনায় বক্তব্য দেন রাঙ্গুনিয়া প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মাসুদ নাসির, অ্যাসোসিয়েশনের সহ-সভাপতি নুরুল আবছার, সহ সাধারণ সম্পাদক কাজী মো. লোকমান হাকিম, সাংগঠনিক সম্পাদক মো. জানে আলম, শিক্ষা, সাংস্কৃতিক ও ক্রীড়া বিষয়ক সম্পাদক নাজমুল আনোয়ার, ধর্ম বিষয়ক সম্পাদক মো. মোস্তফা কামাল, নির্বাহী সদস্য ছানোয়ারা বেগম, অভিভাবক প্রতিনিধি ফিরোজ আলম প্রমুখ। ধর্মীয় গ্রন্থ থেকে পাঠ, জাতীয় সংগীত পরিবেশনা অনুষ্ঠান শুরু করা হয়।

অনুষ্ঠানে শিক্ষার্থীদের পরিবেশনায় গান, নৃত্যসহ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।

শেষে ৫ জন শিক্ষার্থীকে গোল্ড মেডেল, ৪৭ জনকে ট্যালেন্টপুল, ৫১ জনকে প্রথম গ্রেড এবং ৯৯ জনকে সাধারণ গ্রেডসহ মোট ২০২ জন শিক্ষার্থীকে বৃত্তির পুরস্কার হিসেবে নগদ টাকা, সনদপত্র ও সম্মাননা স্মারক তুলে দেয়া হয়।

উল্লেখ্য ২০১৫ সাল থেকে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে ধারাবাহিকভাবে এই বৃত্তি পরীক্ষা চলে আসছে বলে জানান আয়োজকরা।

পোস্টটি ভালো লাগলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *