রাইখালী বাসা হতে অজগর উদ্ধার পরে বনে অবমুক্ত

কাপ্তাই প্রতিনিধি।

রাইখালী বাসা হতে অজগর সাপ  উদ্ধার করেছে কাপ্তাই পাল্পউড বাগান বিভাগের বন কর্মীরা।

সোমবার সকাল ১০ টায় রাইখালী গভীর অরণ্যে অবমুক্ত করা হয়েছে।

বন কর্মী মো. হাসান জানান, রাইখালী ইউপি চেয়ারম্যান মংখ্য মারমা রাইখালী পুরান বাজার ইউসুফদ কারবারির বাড়িতে একটি  অজগর সাপ প্রবেশ করে।আমরা সংবাদ পেয়ে রবিবার রাতে বাসা হতে তিনছড়ি বিট কর্মকর্তা  সফিউদ্দিন মজুমদার ও অন্যান্যরা মিলে সাপটি উদ্বার করি।যার দৈর্ঘ্য প্রায় ৮ফুট।

রাইখালী পাল্পউড বাগান বিভাগ রেঞ্জ  কর্মকর্তা মোহাম্মদ জাহিদুল ইসলাম জানান, এ ধরনের বন্যপ্রাণী এখন বৃষ্টির কারণে মাঝে মধ্যে দেখা যায়।এবং লোকালয়ে চলে আসে।

এই ব্যাপারে কোন বন্যপ্রাণী দেখিলে ও শুনিলে দ্রুততার সাথে বাংলাদেশ বন বিভাগকে খবর দেয়ার জন্য জানান।  বন্যপ্রাণী নিরাপত্তা ও সংরক্ষণ আইন ২০১২  অনুযায়ী বন্যপ্রাণী ধরা ও মারা আইনত দণ্ডনীয় অপরাধ।

পোস্টটি ভালো লাগলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *