লালমনিরহাটে গাঁজা ফেন্সিডেল সহ আসামী গ্রেফতার

আদিতমারী প্রতিনিধিঃ

পুলিশ সুপার লালমনিরহাট মহোদয় এর দিক নির্দেশনায় কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ ইমতিয়াজ কবির এবং পুলিশ পরিদর্শক (তদন্ত) মাসুদ রানা’র নেতৃত্বে কালীগঞ্জ থানা পুলিশের একটি অভিযান টিম কর্তৃক থানা এলাকার ৮নং কাকিনা ইউনিয়নের গোপালরায় মৌজাস্থ গোপালরায় গ্রামের বিধুয়ার মাল্লি ব্রিজের উত্তর মাথায় অনুমান ২০ গজ দূরে পাকা রাস্তার উপর সোর্সের দেওয়া তথ্য মতে একটি অটো চার্জার ইজি বাইক থামানোর সংকেত দিলে পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টাকালে চালক আসামী ১। মোঃ আব্দুল মান্নান (৪৫),পিতা- আবুল হোসেন, সাং- লতাবর,থানা- কালীগঞ্জ,জেলা- লালমনিরহাট কে আটক করে এবং আটককৃত আসামীকেসহ অটো চার্জার ইজি বাইক উপস্থিত সাক্ষীদের সম্মুখে তল্লাশীকালে চালকের পিছনে যাএী বসার দুই পার্শ্বে সীটের মধ্যস্থানে পা রাখার জায়গার নিচে বিশেষ কায়দায় তৈরি বক্সের ভিতর ৬০ বোতল অবৈধ মাদকদ্রব্য ফেনসিডিল উদ্ধার পূর্বক জব্দ করে, ধৃত আসামী সহ উক্ত ঘটনায় জড়িত পলাতক আসামীর বিরুদ্ধে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করা হয় এবং থানা পুলিশের অপর অভিযানে থানা এলাকার ৮নং কাকিনা ইউনিয়নের গোপালরায় মৌজাস্থ জনৈক মোঃ মকবুল হোসেন( আর্মি) এর মুদি দোকানের সামনে কাকিনা হইতে শিয়াল খোওয়াগামী পাকা রাস্তার উপর চেকপোস্ট ডিউটি করাকালীন একটি দেড়টনি ট্রাককে থামানোর সংকেত দিলে পুলিশের উপস্থিতি টের পাইয়া পালানোর চেষ্টাকালে আসামী ১। মোঃ হেলালউদ্দিন ড্রাইভার (৩৪),পিতা- মোঃ আলমগীর হোসেন, সাং- সরলপুর,২। মোঃ এরশাদ আলী (২২),পিতা- মোঃ ফজলু মিয়া,সাং- বড় সরলপুর,উভয় থানা- বগুড়া সদর,জেলা- বগুড়াদ্বয়কে আটক করে এবং পালানোর কারন জিজ্ঞেস করলে তাদের ট্রাকে গাঁজা আছে বলে উপস্থিত সাক্ষীদের সম্মুখে স্বীকার করেন এবং তল্লাশী করিয়া ট্রাকের পিছনে নিচে অতিরিক্ত চাকা রাখার স্থানে বিশেষ কায়দায় রক্ষিত সাদা পলিথিন দ্বারা মোড়ানো ০৫ কেজি গাঁজা উদ্ধার পূর্বক জব্দ করে, ধৃত আসামীদ্বয়ের বিরুদ্ধে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করা হয় এবং বিধি মোতাবেক ধৃত আসামীদেরকে বিজ্ঞ আদালতে প্রেরন করা হয়েছে।

পোস্টটি ভালো লাগলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *