কাপ্তাই খোয়াড়ে হাঁস খেতে এসে অজগর উদ্ধার ন্যাশনাল পার্কে অবমুক্ত 

কাপ্তাই প্রতিনিধি।

রাঙামাটির কাপ্তাই উপ‌জেলার বিএফআইডিসি শিল্প এলাকায় খোয়াড়ে হাঁসখেতে এসে অজগর উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার(২১ মে) সকাল ১০টায় উদ্ধারকৃত গোলবাহার অজগর সাপটি  দুপুর ২টায় কাপ্তাই জাতীয় উদ্যানে অবমুক্ত করা হয়েছে।

বনপ্রহরী জয়নাল আবেদিন জানান, শিল্পএলাকার বসবাসরত নাসিরের বাসার হাঁসের খোয়াড় ঘর হতে এটি প্রথম উদ্ধার করা হয়।সাপটি ৩টি হাঁস খেয়ে ফেলে।

পরে  রাঙ্গামাটি  দক্ষিণ বন বিভাগ কাপ্তাই রেঞ্জে আনা হলে কাপ্তাই জাতীয় উদ্যানে অবমুক্ত করা হয়।

কাপ্তাই রেঞ্জ কর্মকর্তা এএসএম মহিউদ্দিন চৌধুরী মিশু জানান, উদ্ধারকৃত  সাপটি দৈর্ঘ্য  ৮ ফুট  ওজন প্রায় ১০ কেজি। বনে অবমুক্তকালিন  রামপাহাড় বিট কর্মকর্তা  মাসুদ রায়হানসহ বন বিভাগের কর্মীরা উপস্থিত ছিলেন।

পোস্টটি ভালো লাগলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *