চন্দ্রঘোনায় স্যালাইন ব্যাগে ৫০ লিটার চোলাই মদ পাচারকালে শিশুসহ দুই নারী গ্রেফতার

কাপ্তাই প্রতিনিধি।

রাঙামাটির চন্দ্রঘোনা থানাধীন বাঙালহালিয়া হতে শরীরে স্কচটেপ পেচিয়ে স্যালাইন ব্যাগে মদ পাচার কালে শিশুসহ দুই নারীকে গ্রেফতার করা হয়েছে।

শুক্রবার (৩১ মে)  আসামিদের রাঙ্গামাটি আদালতে মাদক মামলায় সোপর্দ করা হয়েছে। বৃহস্পতিবার রাতে  বাঙ্গালহালিয়া হতে চট্টগ্রাম পাচারকালে গোপন সুত্রে খবর পেয়ে চন্দ্রঘোনা থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে  লাভলী বেগম (২৯) এবং সাথে থাকা আরেক শিশু আসামী মুন্নি বেগম (১৬)।

আসামী দুইজন আপন বোন এবং তারা বান্দরবান এর আলীকদম উপজেলার ৬নং ওয়ার্ড নয়াপাড়ার বাসিন্দা। উভয়ের পিতার নাম আবুল কালাম।

চন্দ্রঘোনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আনছারুল করিম (ওসি) জানান, গোপন সূত্রে সংবাদ পেয়ে থানার এস আই মকবুল হোসেন সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ ঘটনাস্থল থেকে উক্ত আসামীদের গ্রেফতার করে। এসময় নারী পুলিশের সহায়তায় দেহ তল্লাশী করে তাদের হেফাজতে থাকা শরীরের ভিভিন্ন জায়গায়  মোড়ানো অবস্থায় ৫০ লিটার দেশীয় তৈরী  চোলাইমদ উদ্ধার করা হয়।যার বজার মূল্য ১৫ হাজার টাকা।

জিজ্ঞাসাবাদে জানায়, তারা চট্টগ্রামের টাইগারপাস এলাকায় বেশী দামে বিক্রয়ের জন্য উদ্ধারকৃত চোলাই মদ নিয়ে যাচ্ছিল। শুক্রবার (৩১ মে)  সকাল ১০টায় রাঙামাটি বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে বলে ওসি নিশ্চিত করেন।

পোস্টটি ভালো লাগলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *