আখাউড়ায় মালয়েশিয়া যাওয়া হলোনা সোহেলের

লায়ন রাকেশ কুমার ঘোষ(স্টাফ রিপোর্টার।

ব্রাহ্মণবাড়িয়া আখাউড়া পৌরসভার ৮ নং ওয়ার্ড দেবগ্রামের সোহেল তানভীর-২২)
বৃহস্পতিবার ৩০/০৫/২০২৪ ইং মালয়েশিয়া যাওয়ার উদ্দেশ্যে আখাউড়া বাডি থেকে তার বাবা ও চাচাকে নিয়ে ঢাকার উদ্দেশ্যে রওয়ানা হয়। ঢাকা গিয়ে ট্রাভেল এজেন্সিতে পৌছার পর, ট্রাভেল এজেন্সির লোক জন বলেন, আপনাদের এই টিকেটে আজকে ফ্লাইট কেনসেল হয়ে গেছে।

শুক্রবার ৩১/০৫/২০২৪ ইং ট্রাভেল এজেন্সি বিমানের টিকিট কনফার্ম করতে না পেরে, বলেন আগামী সপ্তাহে আপনার ফ্লাইট কনফার্ম হবে।
তখন তার বাবা, চাচা তাকে নিয়ে বাড়ির ফেরার উদ্দেশ্যে ঢাকা থেকে উপকূল এক্সপ্রেসে রওয়ানা হয়।
বিকাল প্রায় ৪টা:৩০ঘটিকায় ভৈরব ও আশুগঞ্জের মাঝখানে মেঘনা নদীর ব্রিজের উপর ট্রেনটা আসলে,
সে তার বাবার পাশের সিট থেকে উঠে দরজার কাছে আসতেই প্রচন্ড ভিড়ে ধাক্কা লেগে মাঝ নদীতে পড়ে যায়। ট্রেনের মধ্যে লোকজনের বলাবলিতে তার বাবা তাকে খুজেঁ না পেয়ে পরবর্তী স্টেশন আশুগঞ্জে নেমে পুলিশকে অবহিত করে এবং ডুবুরি, ফায়ার সার্ভিস ও স্থানীয়রা অনেক খোঁজাখুঁজি করে রাত সাড়ে আটটা পর্যন্ত তার কোন সন্ধান না পাওয়ায়, সকাল পর্যন্ত সার্চ অভিযান বন্ধ রাখেন। ভৈরব নৌপুলিশ ফাড়ির ইনচার্জ মনিরুজ্জামান।
এদিকে ভৈরব ফায়ার সার্ভিসের ইনচার্জ জনাব মুক্তাদির বলেন আগামীকাল সকাল ৬ টায় ডুবুরীদল নিয়ে পুনরায় উদ্ধার কাজ শুরু করবেন।
আজ ১/৬ ২০২৪ ইং রুজ শনিবার সকাল ৬:৩০ মিনিটে জনাব নুরুল কবিরের নেতৃত্বে ভৈরব ফায়ার সার্ভিসের একটি আভিযানিক দল উদ্ধার কাজ শুরু করেছেন বলে ফায়ার সার্ভিস কতৃপক্ষ জনিয়েছেন।

নিখোঁজ তানভীর মোল্লা সোহেল হল
আখাউড়া পৌরসভার ৮ নং ওয়ার্ড দেবগ্রামের
মোহাম্মদ মেহেরাজ মোল্লার ছেলে
দেবগ্রাম পশ্চিম পাড়া,আখাউড়া, ব্রাহ্মণবাড়িয়া।

পোস্টটি ভালো লাগলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *