কাউখালীতে ত্রাণের কার্ড নিয়ে ২ গ্রুপের সংঘর্ষে নিহত -১ আহত-৬ আটক-২

কাউখালি প্রতিনিধি। 
পিরোজপুরের কাউখালী উপজেলার চিরাপাড়া পারসাতুরিয়া ইউনিয়নে ঘূর্নিঝড় রেমালের ত্রাণের কার্ড বিতরণ কে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে মারামারির ঘটনা ঘটে।

গত ০১ জুন শনিবার রাত ৮টার দিকে কাউখালী উপজেলার চিরাপাড়া পারসাতুরিয়া ইউনিয়নের সুবিদপুর গ্রামের পাটিকর বাড়ীর সামনে পাকা রাস্তার উপর ইউনিয়নের সংরক্ষিত মহিলা ইউপি সদস্য (৪,৫,৬) মোসা: খাদিজা বেগম এর কাছে থাকা ঘূর্নিঝড় রেমালের ত্রাণের কার্ড বিতরন কে কেন্দ্র করে খাদিজার স্বামী মোঃ মজিবর রহমান হাওলাদার (৫৫), পিতা- মৃত মকবুল হাওলাদার, সাং- উত্তর নিলতী,ওয়ার্ড নং-০৫, থানা-কাউখালী সহ আরও ৬ জনের সাথে অপর পক্ষ সঞ্জয় ঘোষ (৪০), পিতা- সুভাষ চন্দ্র ঘোষ,-উত্তর নিলতী, ওয়ার্ড নং-০৫, কাউখালী উভয় পক্ষের মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে মারামারি ঘটনা ঘটে এবং ৪-৫ জন নিলাফুলা জখম প্রাপ্ত হয়, এদের মধ্যে ২ জনের মাথায় আঘাত প্রাপ্ত হয়। পরবর্তীতে দু পক্ষ কাউখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নেয়।

পরে মোঃ আব্দুর রব(৪৫), পিতাঃ মৃত মকবুল হাওলাদার কাউখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় বমি এবং বেশী অসুস্থ হয়ে পড়লে কর্তব্যরত চিকিৎসক রাতেই ভিকটিমকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। পরবর্তীতে ২ জুন দুপুর ১২টার দিকে চিকিৎসারত অবস্থায় মৃত্যুবরণ করেন।

এঘটনাকে কেন্দ্র করে কাউখালী থানা পুলিশ, সঞ্জীব ঘোষ, পিতাঃ সুভাষ ঘোষ ও দ্বীলিপ পাটিকর,পিতা-কমল চন্দ্র পাটিকর ২ জনকে গ্রেফতার করে।

কাউখালী থানার অফিসার ইনচার্জ হুমায়ুন কবির জানান, উভয় পক্ষের অভিযোগ গ্রহণ করা হয়েছে, তদন্ত চলমান অন্যান্য আসামিদের গ্রেফতারের জন্য অভিযান অব্যাহত আছে এবং মামলা প্রক্রিয়াধীন। আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

পোস্টটি ভালো লাগলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *