১০ আর ই ব্যাটালিয়ন কর্তৃক বালুখালী বটতল প্রাঃবিঃকে ব্যাটারি প্রদান  

কাপ্তাই প্রতিনিধি।

রাঙ্গামাটি সেনা রিজিয়নের ১০ আর ই ব্যাটালিয়ন কর্তৃক বালুখালী বটতল প্রাঃবিঃ কে ব্যাটারি প্রদান করা হয়েছে। শুক্রবার  (৭ জুন)সকাল ১০ টায় সেনাপ্রধানের  দিকনির্দেশনায় ১০ আর ই ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল মুহাম্মদ সোহেল পিএসসির সার্বাধিক সহযোগিতায় গবাগনা আর্মি ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন  রিচার্ড মন্ডল   বিদ্যালয়ের  বিদ্যুৎতায়নের জন্য ২টি সোলার ব্যাটারি স্কুল কমিটির সভাপতি ও প্রধান শিক্ষকের নিকট প্রদান করা হয়।

এসময় তিনি বলেন, ব্যাটালিয়নের পক্ষ হতে ভবিষ্যতেও  সুবিধা বঞ্চিত মানুষের  সহায়তা অব্যাহত থাকবে বলে জানান।

পোস্টটি ভালো লাগলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *