কাউখালীতে ৭ দিন ব্যাপী ভূমি সেবা সপ্তাহ উদ্বোধন

কাউখালী প্রতিনিধি।

পিরোজপুর কাউখালী উপজেলায় ভূমি অফিস কার্যালয়ে ৭ দিনব্যাপী ভূমি সেবা সপ্তাহ-২০২৪ এর শুভ উদ্বোধন হয়েছে।
৮ জুন শনিবার সকাল ১১:৩০ সময় উপজেলা ভূমি অফিস নিজস্ব কার্যালয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা স্বজল মোল্লার সভাপতিত্বে ও উপজেলা কমিশনার (ভূমি) সুদীপ্ত দেবনাথ এর সঞ্চালনায় আনুষ্ঠানিকভাবে শুভেচ্ছা বক্তব্যের মাধ্যমে শুভ উদ্বোধন ঘোষণা করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন প্রিন্স বিশ্বাস-ক্রেডিট চেকিং কামসারাত সহকারী, জাহিদুল ইসলাম- সার্টিফিকেট পেশকার, সাথী হালদার- সার্টিফিকেট পেশকার সহ পাঁচটি ইউনিয়নের ভূমি সহকারী কর্মকর্তা, মোঃ নজরুল ইসলাম,সন্তোষ কুমার মন্ডল, মানিক দাস, এস এম মিজানুর রহমান, এম মাহফুজুর রহমান এবং স্কুলের ছাত্রছাত্রী সেবা গ্রহণকারী গণ্যমান্য ব্যক্তিবর্গ।

সভাপতি উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন- স্মার্ট ভূমি সেবায় বর্তমানে নামজারি, ভূমি উন্নয়ন কর, ভুমি রেকর্ড, মিউটেশন এসকল স্মার্ট নাগরিক সেবা নিতে পূর্বের ন্যায় বেগ পেতে হবে না, বর্তমানে অনলাইনের মাধ্যমে খুবই দ্রুত সরকারি নির্দিষ্ট ফি এর মাধ্যমে সেবা গ্রহণ করতে পারেন, কোন প্রকার দালালের সহযোগিতা এবং ঘুষের মাধ্যমে ভুমি সেবা গ্রহণে বিরত থাকতে অনুরোধ করেছেন, এছাড়াও বাড়িতে বসে ফোনের মাধ্যমে ১৬১২২ নম্বরে কল করে সকল স্মার্ট ভুমি সেবা গ্রহণ করতে পারেন, ৮ থেকে ১৪ জুন পর্যন্ত উপজেলার ৫টি ইউনিয়নে ৭ দিন ব্যাপী সেবা সপ্তাহ চলমান থাকবে,স্মার্ট নাগরিক হিসেবে সকলকে স্মার্ট ভূমি সেবা গ্রহণের অনুরোধ জানিয়েছেন।

পোস্টটি ভালো লাগলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *