কাউখালী উপজেলা প্রেসক্লাবের পক্ষ থেকে সাংবাদিকদের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ

কাউখালী (পিরোজপুর) সংবাদদাতাঃ

পিরোজপুরের কাউখালী উপজেলা প্রেসক্লাবের উদ্যোগে পবিত্র ঈদুল আযহা উপলক্ষে বিভিন্ন দৈনিক ও ইলেকট্রনিক মিডিয়ার কাউখালি উপজেলায় কর্মরত সাংবাদিকদের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে।
গত সোমবার (১০ জুন) সন্ধ্যায় উপজেলা প্রেসক্লাবের নিজস্ব কার্যালয়ে এক অনারম্বর অনুষ্ঠানের মাধ্যমে আসন্ন পবিত্র ঈদুল আযহা উপলক্ষে এ উপহার সামগ্রী বিতরণ করা হয়।

উপজেলা প্রেসক্লাবের সভাপতি ভোরের কাগজ প্রতিনিধি শেখ নুরুল হুদা বাবুর সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মানবজমিন প্রতিনিধি ও সাধারণ সম্পাদক মীর জিয়া, দৈনিক সংগ্রাম প্রতিনিধি অধ্যাপক সাইদুল কবির, দৈনিক জনতা প্রতিনিধি গাজী আনোয়ার হোসেন, কীর্তনখোলা প্রতিনিধি মেহেদী হাসান নয়ন, এস এফ টিভির প্রতিনিধি নুরুজ্জামান খোকন, দৈনিক দেশ বর্তমান প্রতিনিধি এনামুল কিবরিয়া,সাংবাদিক মোঃ ইমাম হোসেন খন্দকার, সুজন আইচ,মোঃ আল আমিন,মোঃ হাবিবুর রহমানসহ বিভিন্ন জাতীয় দৈনিক ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

পোস্টটি ভালো লাগলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *