শেষমুহুর্ত চলছে দাম কষাকষি কাপ্তাইয়ে পাহাড়ি গরুর চাহিদা বেশি 

কাপ্তাই প্রতিনিধি।

রাঙ্গামাটির কাপ্তাইয়ে কোরবানি ঈদে পাহাড়ি গরুর চাহিদা বেশি। পার্বত্যঞ্চলে বিভিন্ন দূর্গম এলাকা হতে কাপ্তাই নতুনবাজার হাটে পাহাড়ি গরুর ব্যবসা চলছে।

কাপ্তাই হতে চট্রগ্রামসহ রাঙ্গুনিয়া,রাউজন এলাকা হতে  বিভিন্ন ক্রেতা-বিক্রেতা আসছে পাহাড়ি গরু ক্রয় করার জন্য। রাউজান হতে আসা গরু ক্রেতা বেলাল ও আশরাফ জানান  আমরা চাই পাহাড়ি গরু।

কারন জানতে চাইলে জানান,পাহাড়ি গরু প্রাকৃতি সকল ধরনের লতা-পাতা খায়।যার ফলে এগরুর স্বাদে ও পুষ্টি গুণে ভরপুর। এক কথায় কোন রোগ নেই।তাই সকলে চায় পাহাড়ি গরু।

বিলাইছড়ি ও মাইনি হতে গরু নিয়ে আসা ব্যবসায়ীর মংসুই মারমা ও লাইসাইন চাকমা জানান, আমাদের গরু সব পাহাড়ে জঙ্গলে ছেড়ে দেই।এদের কোন কুড়া ও ভূষি খাওয়াই না।এরা   লতা-পাতা খেয়ে পাহাড়ে জঙ্গলে থাকে। এছাড়া প্রাকৃতিক ন্যাচারাল খাবার খায়।কিন্ত বিক্রয় এর জন্য আনলে ক্রেতারা পাহাড়ি গরু চায় বেশি। তবে বিক্রয় ভাল পাওয়া যায় বলে জানান।

কাপ্তাই নতুনবাজার গরু ব্যবসায়ী আবুল কালাম, আশিষ বাবু জানান, এবার কুরবানি ঈদে হাটে বেশ গরু উঠছে। দাম একটু বেশি হলেও বেঁচা বিক্রয় ভাল। তবে ঈদে শেষ মুহুর্তে গরু, ছাগলের দাম কিছুটা কম হতে পারে। শেষ ধন্যবাদ মুহুর্ত চলছে ক্রেতা/ বিক্রেতাদের মধ্যে দাম কষাকষি।

পোস্টটি ভালো লাগলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *