বিশেষ প্রতিনিধি
কিছুতেই থামছেনা ভারতীয় মিডিয়াগুলোর অপপ্রচার। জি ২৪ ঘন্টা নিউজে বলা হয়েছে, বদলের বাংলাদেশে ভারতীয় নাগরিকের রহস্যজনক মৃত্যু্ । যা দেখে মনে হবে ভয়াবহ কোন ঘটনা। কিন্তু আসল ঘটনা হলো শুক্রবার মিরপুরের ১০ নম্বরের একটি আবাসিক হোটেলে ভারতীয় নাগরিক আকবর আলী মণ্ডল হার্ট অ্যাটাকে মারা গেছেন। রাত ৪টার দিকে অচেতন অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নিলে জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহতের বন্ধু ফারজু মণ্ডল জানান, শুক্রবার আকবর আলীসহ কয়েকজন বন্ধু মিলে বাংলাদেশ ভ্রমণে আসেন। পরে রাতে ঘুমের মধ্যে আকবর আলী হঠাৎ চিৎকার করে অচেতন হয়ে পড়েন। প্রথমে দ্রুত তাকে মিরপুর-২-এ হার্ট ফাউন্ডেশন হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিক্যালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এমন সব ঘটনা নিয়ে প্রতিনিয়তই অপপ্রচার চালানো হচ্ছে ভারতীয় মিডিয়াগুলোতে।
#IndiaNews
#Bangladesh
#ভারতীয়মিডিয়া