বিশেষ প্রতিনিধি
মোহাম্মদ মাসুদ রানা
রাজবাড়ীর বালিয়াকান্দিতে মানসিক ভারসাম্যহীন ব্যক্তির হাতে দেবী কাত্যয়ানির প্রতিমা ভাঙচুরের ঘটনা নিয়ে প্রোপাগান্ডা ছড়াচ্ছে ভারতের মিডিয়া। শনিবার দিবাগত রাত আনুমানিক ২ টার দিকে হুমায়ুন নামের এক ব্যাক্তি স্থানীয় মন্দিরে দেবী কাত্যয়ানির প্রতিমা ভাংচুর করে সাদা ধুতি কাপর মুড়িয়ে মন্ডপে বসে থাকে। এসময় পুজা মন্ডপের নেতারা তাকে আটক করে পুলিশে খবর দেয়। পুলিশ এসে তাকে উদ্ধার করে থানায় নিয়ে যায়।
পূজা কমিটির সভাপতি অসিত কুমার রায় বলেন, স্বেচ্ছাসেবীদের চোখ ফাঁকি দিয়ে আটক ব্যক্তি প্রতিমা ভাংচুর করে। আমাদের কাছে আটক ব্যক্তিকে পুরোপুরি মানসিক ভারসাম্যহীন মনে হয়েছে। তিনি আরো বলেন, পুলিশের সাথে কথা বলে আমরা পরবর্তী পদক্ষেপ গ্রহন করব। এদিকে ভারতের কিছু মিডিয়া এই ঘটনাকে ভিন্ন খাতে প্রবাহিত করার জন্য একে মন্দিরে জঙ্গি হামলা বলে অপপ্রচার চালাচ্ছে।
#প্রতিমা
#দুরগাপুজা