পাইকগাছায় নবাগত ইউএনও’র কুচকাওয়াজ মাঠ পরিদর্শন

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি।

২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন উপলক্ষে কুচকাওয়াজ এর প্রস্তুতির অংশ হিসেবে মাঠ পরিদর্শন করেছেন পাইকগাছার নবাগত উপজেলা নির্বাহী অফিসার মাহেরা নাজনীন।

তিনি শনিবার সকালে পাইকগাছা সরকারি কলেজ মাঠ পরিদর্শন করেন।

এ সময় তিনি উপ-কমিটির সদস্যদের সাথে মতবিনিময় করে নির্দিষ্ট সময়ের মধ্যে মাঠ প্রস্তুতির কাজ সম্পন্ন করার জন্য সংশ্লিষ্টদের পরামর্শ দেন।

এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, মেয়র সেলিম জাহাঙ্গীর, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার শেখ শাহাদাৎ হোসেন বাচ্চু, উপাধ্যক্ষ মিহির বরণ মন্ডল, প্যানেল মেয়র শেখ মাহাবুবর রহমান রনজু, প্রাক্তন অধ্যাপক জিএমএম আজাহারুল ইসলাম, মুক্তিযোদ্ধা রণজিৎ সরকার, আব্দুল মাজেদ, সহকারী প্রোগ্রামার মৃদুল কান্তি দাশ, কলেজ রোভার স্কাউটস এর সাধারণ সম্পাদক প্রভাষক সঞ্জয় কুমার ঘোষ, প্রভাষক আব্দুর রাজ্জাক বুলি, মোমিন উদ্দীন, প্রেসক্লাবের সহ-সভাপতি মোঃ আব্দুল আজিজ, যুগ্ম-সম্পাদক এন ইসলাম সাগর, ভূমি অফিসের প্রধান সহকারী আব্দুল বারি, উপজেলা পরিষদের সিএ কৃষ্ণপদ মন্ডল, নিসচা সহ-সভাপতি ইলিয়াস হোসেন, দীপংকর প্রসাদ মল্লিক, রোভার স্কাউটস নয়ন মনি বিশ্বাস, সুজয় কুমার সাহা, উজ্জ্বল পাল, মাসুদ সরদার, বিমল সরদার, গার্লস ইন রোভার পম্পা চক্রবর্তী, ত্রিপর্ণা মন্ডল ও পূজা কর্মকার।

পোস্টটি ভালো লাগলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *