কাঁঠালিয়ার কচুয়ায় পরিবার সম্মেলন অনুষ্ঠিত

কাঠালিয়া, ঝালকাঠি প্রতিনিধিঃ

দুই সন্তানেই হবে বেশ, সুখী সমৃদ্ধ বাংলাদেশ এই প্রতিপাদ্যকে সামনে রেখে ঝালকাঠির কাঁঠালিয়ায় আজ রবিবার সকাল ১১টায় শৌলজালিয়া ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যান কেন্দ্র মাঠে নিরাপদ মাতৃত্ব, প্রসবোত্তর পরিবার পরিকল্পপনা এবং মা ও শিশু স্বাস্থ্য বান্ধব আদর্শ পরিবার গঠনের লক্ষে পরিবার সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

পরিবার পরিকল্পনা পরির্দশক মোঃ ইসরাফিল তালুকদারের সঞ্চালনায় উপজেলা পরিবার পরিকল্পনা অধিদপ্তর এ সম্মেলনের আয়োজন করেন।

সম্মেলনে বক্তব্য রাখেন, এডিটর আই ই এম ইউনিট পরিবার পরিকল্পনা অধিদপ্তর ঢাকা মোঃ নেছার উদ্দিন, পরিবার পরিকল্পনা বরিশাল বিভাগের পরিচালক মোঃ নিয়াজুর রহমান, উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ এমাদুল হক মনির, ঝালকাঠি জেলা পরিবার পরিকল্পনার উপ-পরিচালক মোঃ শহীদুল ইসলাম, ডিষ্টিক কনসালটেন্ট ডাঃ সৌরেন্দ্র নাথ সাহা, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোঃ দোলোয়ার হোসেন, মেডিকেল অফিসার ডাঃ নাঈম আহমেদ, ইউপি চেয়ারম্যান মোঃ মাহমুদ হোসেন রিপন প্রমুখ।  পরিবার পরিকল্পনা পরির্দশক মোঃ ইসরাফিল তালুকদারের সঞ্চালনায় উপজেলা পরিবার পরিকল্পনা অধিদপ্তর এ সম্মেলনের আয়োজন করেন।

পোস্টটি ভালো লাগলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *